October 7, 2022
Wednesday, 05 February 2020 05:19

সংক্ষিপ্ত সংবাদ: নবীগঞ্জ শহরের বয়লার বিস্ফোরণে ১ জনের মৃত্যু, আহত ৬ জন।

✍ নবীগঞ্জ প্রতিনিধি

নবীগঞ্জ শহরের ২ নং ওয়ার্ডে অবস্থিত টেকাদিঘি বয়লার মিলে চিমনি চুলা বিষ্ফুরণে ঘটনাস্থলে ১ জন নিহত হয়েছেন এবং ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিকট শব্দে বিষ্ফোরিত চিমনির চুলার ধ্বংসাবশেষ ৫০০/৬০০ মিটার দূরে আবাসিক বাসা বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আঘাত হানে। খবরপেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সহযোগিতা করে। মানুষের উপস্থিতি সামাল দিতে পুলিশকে বেশ তৎপর দেখা গেছে। নিহত ব্যক্তির পরিচয় নাসির (৩৫) পিতা- আব্দুর রশীদ গ্রাম- ভূবিরবাক বলে জানা গেছে।

বিস্তারিত সংবাদ পড়তে এখানে ক্লিক করুন।

Last modified on Wednesday, 05 February 2020 18:08
Login to post comments
  1. LATEST NEWS
  2. Trending
  3. Most Popular