March 30, 2023
Tuesday, 06 December 2022 03:55

বিবিয়ানা গ্যাস ফিল্ডে হঠাৎ অগ্নিকুণ্ড বাড়িঘরে কম্পন ॥ আতঙ্কিত এলাকাবাসী

✍ তুহিন আলম রেজুয়ান নবীগঞ্জ প্রতিনিধিঃঃ

নবীগঞ্জ উপজেলায় অবস্থিত দেশের অন্যতম গ্যাসক্ষেত্র বিবিয়ানায় গ্যাসের লেলিহান শিখা ও বিকট শব্দ শুনে এলাকাজুড়ে আতঙ্ক-উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। আশ-পাশের কয়েকটি গ্রামের বাড়ি-ঘরে মৃদু কম্পন অনুভূত হয়েছে। তবে জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার জন্য আহবান জানিয়েছে শেভরন। সোমবার (৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে বিবিয়ানা (উত্তর) প্যাডে এ ঘটনা ঘটে। বিবিয়ানা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়- সোমবার রাতে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বক্তারপুর গ্রামে অবস্থিত বিবিয়ানা (উত্তর) প্যাডে অব্যবহৃত গ্যাস পোড়ানো কারণে গ্যাসের অগ্নিকুণ্ড দেখা যায় ও বিকট শব্দ শুনতে পান পাশ্ববর্তী করিমপুর, নাদামপুর, বক্তারপুরসহ কয়েকটি গ্রামের মানুষ। এরপর থেকে প্রতিনিয়ত আশাপাশের গ্রামগুলোতে বাড়ি-ঘরে মৃদু কম্পন অনুভূত হচ্ছে। ফলে মানুষের মনে আতঙ্ক-উৎকণ্ঠা দেখা দিয়েছে। নাদামপুর গ্রামের জুবায়ের আহমেদ পাঠান বলেন-হঠাৎ করে রাতে বিবিয়ানা গ্যাস ফিল্ডে আগুনের লেলিহান শিখা দেখা যায় ও বিকট শব্দ হতে থাকে। এরপর থেকে প্রতিনিয়ত আমার ঘরসহ আশপাশের বাড়িঘরে মৃদু ভূমিকম্প অনুভূত হচ্ছে যা অব্যাহত রয়েছে। তিনি বলেন- এরআগেও গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ গ্যাস পুড়ানোর কারণে অগ্নিকুণ্ড দেখা গেছে তবে বাড়িঘর এইরকম কাঁপেনি। এ প্রসঙ্গে শেভরন বাংলাদেশের মুখপাত্র শেখ জাহিদুর রহমান বলেন, প্রতিবছর গ্যাসফিল্ডে গ্যাসের ভারসাম্য নিয়ন্ত্রণ করার জন্য ‘ফেয়ারি’ বা অব্যবহৃত গ্যাস পোড়াতে হয়। এটা আমাদের রেগুলার রক্ষণাবেক্ষণ কাজের অংশ। এবারও ‘ফেয়ারি’ বা অব্যবহৃত গ্যাস পোড়ানো হচ্ছে ফলে বিকট শব্দ ও গ্যাসের অগ্নিকুণ্ড দেখা দিয়েছে। তিনি বলেন- এইরকম আরো ১-২দিন ‘ফেয়ারি’ হবে। এতে এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার জর‌্য আহবান জানান তিনি।

Login to post comments
  1. LATEST NEWS
  2. Trending
  3. Most Popular