March 30, 2023
Tuesday, 03 January 2023 12:13

নবীগঞ্জে ১৫শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দিল সেনাবাহিনী

মোঃ হাসান চৌধুরী.

বার্তা সম্পাদক : দৈনিক নবীগঞ্জের ডাক। 

নবীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার গজনাইপুর ইউনিয়নের দিনারপুর কলেজ মাঠে সিলেট ১৭ পদাতিক ব্রিগেডের আয়োজনে কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান মেডিক্যাল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন।দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে- হৃদরোগ, মেডিসিন, নাক, কান, গলা, গাইনী, চক্ষুসহ বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারগণ বিভিন্ন রোগের প্রায় ১৫শ রোগীদের চিকিৎসা প্রদান এবং বিনামূল্যে ঔষধ ও চশমা বিতরণ করেন।এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন - সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এর এমপিএইচ কর্নেল এটিএম এ রুস্তম, কার্ডিওলজি বিশেষজ্ঞ কর্নেল ওয়ালি, ৭৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক (এফসিপিএস, এমসিপিএস) লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মাসুম, সিলেট ক্যান্টমেন্টের এমডিসি লেফটেন্যান্ট কর্নেল রেজাউর রহমান, সিলেট ক্যান্টমেন্টের ভারপ্রাপ্ত এডিএমএস মেজর মোহাম্মদ রকিব উদ্দিন মজুমদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম,এ আহমদ আজাদ প্রমুখ।


Login to post comments
  1. LATEST NEWS
  2. Trending
  3. Most Popular