March 30, 2023
Wednesday, 11 January 2023 04:21

নবীগঞ্জের ভ্যানগাড়ী চালক হাবিব চট্টগ্রাম শহরে সড়ক দুর্ঘটনায় নিহত

মোঃ হাসান চৌধুরী.

বার্তা সম্পাদক : দৈনিক নবীগঞ্জের ডাক। 

নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হালিতলা বারইকান্দি গ্রামের হাবিবুর রহমান হাবিব নামের এক ভ্যানগাড়ী চালক ও সবজি ব্যাবসায়ী চট্রগ্রাম শহরে ভ্যান গাড়ী দিয়ে সবজি বিক্রি করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সে দীর্ঘদিন যাবত চট্রগ্রাম শহরে ভ্যান গাড়ী চালাতো ও শাক-সবজি বিক্রি করতো।ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার ফজর ওয়াক্ত নামাজের পর চট্রগ্রাম শহরের মেইন রোডে। জানা যায়, নবীগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের হালিতলা বারইকান্দি গ্রামের মৃত মাহবুব উল্লাহ পুত্র হাবিবুর রহমান হাবিব। সে দীর্ঘদিন যাবত জীবিকার তাগিদে চট্রগ্রাম শহরে সবজি ব্যবসা করে আসছিল। এ দিকে সড়ক দুর্ঘটনার খবর বাড়িতে পৌছলে তার মা, বোন ও আত্মীয় স্বজন কান্নায় ভেঙে পড়েন। লাশটি নবীগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের হালিতলা বারইকান্দি গ্রামের বাড়িতে পৌঁছালে জানাজার নামাজের সময় নির্ধারণ করা হবে। চট্টগ্রাম পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে।

 

Login to post comments
  1. LATEST NEWS
  2. Trending
  3. Most Popular