March 30, 2023
Thursday, 19 January 2023 04:44

নবীগঞ্জের বাউসা ইউনিয়নে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন 

মোঃ হাসান চৌধুরী.

বার্তা সম্পাদক : দৈনিক নবীগঞ্জের ডাক। 

নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের বাউশা রজনীগন্ধা ক্রিকেট ক্লাবের স্মরণে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় বাউশা রয়েল টিম’র আয়োজনে খেলার উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম।উদ্বোধনে আগে ক্রিকেটার রাহিনুর রহমানের পরিচালনায় ও লন্ডন প্রবাসী ছালিক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, বিশেষ অতিথি জেলা পরিষদ সদস্য শেখ মোঃ শফিকুজ্জামান শিপন, ইউপি চেয়ারম্যান শেখ সাদিকুর রহমান শিশু, লন্ডন প্রবাসী শাহ ছালিক মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, গ্রামের প্রবীন মুরুব্বি কাউসার আহমেদ, তৈয়ব উল্লাহ, মাওলানা মোশাহেদ আলী, ডিডরাইটার বিভূ আচার্য্য, ইউপি সদস্য বাছিতুর রহমান,শাহ মনুসর চৌধুরী,  শাহ লিমন আহমেদ, আলমগীর, প্রমুখ। খেলায় ১৬ টি দল অংশ গ্রহণ করেন। ২০ ওভারে করে খেলা পরিচালনা হবে।

Login to post comments
  1. LATEST NEWS
  2. Trending
  3. Most Popular