March 30, 2023
Friday, 20 January 2023 06:29

নবীগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী পরিষদের ১ম সভা অনুষ্ঠিত

আলমগীর মিয়া.

ভারপ্রাপ্ত সম্পাদক : দৈনিক নবীগঞ্জের ডাক।

নবীগঞ্জ প্রেসক্লাবের ২০২৩ সালের কমিটির কার্য নির্বাহী পরিষদের ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ শহরস্থ প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি এম.এ আহমদ আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়ার সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি এটিএম সালাম, মুরাদ আহমদ, রাকিল হোসেন, বর্তমান সহ-সভাপতি এম মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, যুগ্ম সম্পাদক মোঃ নাবেদ মিয়া, কোষাধ্যক্ষ মোঃ মুজাহিদ আলম চৌধুরী, বর্তমান নির্বাহী সদস্য শাহ সুলতান আহমদ, অলিউর রহমান অলি, এম এ মুহিত। সভায় বিস্তারিত আলোচনা শেষে সর্ব সম্মতিক্রমে নবীগঞ্জ প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান করার লক্ষ্যে সাবেক সভাপতি এটিএম সালামকে আহবায়ক ও মুরাদ আহমেদকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট অভিষেক প্রস্তুতি কমিটি ও প্রেসক্লাবের ২০২২ সালের বার্ষিক আয় ব্যয়ের হিসাব দেখার জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি অডিট কমিটি গঠন করা হয়। নির্বাহী কমিটির সভা চলাকালীন ইসলামী ব্যাংক নবীগঞ্জ শাখার ব্যবস্থাপক কায়ছার আহমদ ও প্রিন্সিপাল অফিসার কাজী মোঃ শাহ জালাল উপস্থিত হয়ে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে উপস্থিত সবাইকে বর্ষপঞ্জি (ক্যালেন্ডার) প্রদান করেন।

Last modified on Friday, 20 January 2023 06:33
Login to post comments
  1. LATEST NEWS
  2. Trending
  3. Most Popular