February 9, 2023
Friday, 13 September 2019 08:52

নবীগঞ্জের সন্ত্রাসী মুসার ফাঁসির দাবিতে সিএনজি শ্রমিকদের মিছিল প্রতিবাদ সভা

✍ হাসান চৌধুরী নবীগঞ্জ

নবীগঞ্জ থানা পুলিশের  ইন্সেপেক্টর উত্তম কুমার দাশ, এস আই ফখরুজ্জামানসহ পুলিশ ও শ্রমিকের উপর হামলাকারী সৎ ভাই ও ছাত্রলীগ নেতা হেভেন চৌধুরী  হত্যা মামলার অন্যতম আসামী  সোহানুর রহমান মুসাকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে শুক্তবার সকালে  নবীগঞ্জ টু আউশকান্দি শ্রমিক সংগঠনের উদ্দ্যেগে এক মিছিল বের হয়। মিছিলটি  শহরেরর  বিভিন্ন মোড় প্রদক্ষিন করে এসে নতুন বাজার মোড়ে এক প্রতিবাদ সভায় মিলিত হন। নবীগঞ্জ শ্রমিক সংগঠনের সভাপতি রায়হান চৌধুরীর সভাপিত্বে ও ষ্ট্যান্ডের ম্যানাজার মিন্টু চৌধুরী ও আউশকান্দি  শ্রমিক সংগঠনের সাধারন সম্পাদক রোমান  আহমদ এর যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন ফারুক মিয়,কুশি শ্রমিক সংগঠনের সভাপতি লেচু মিয়া,বাংলাবাজার শ্রমিক সংগঠনের সাধারন সম্পাদক দুরুদ মিয়া,গুলশান মিয়া,নৌমৌজা শ্রমিক সংগঠনের সাধারন সম্পাদক আলী নুর,আব্দুস সালাম,,পাপ্পু মিয়া,সুজন, দিলাওর,হুমায়ুন আহমেদ,আবজল,সুজন,তছু, আনহার,স্বপন,বাছিত,ফয়েজ, মুবিন, শাহ আলম, আজিজুর, অপু প্রমুখ।বক্তরা বলেন মুসাসহ তার সঙ্গীরাসহ তার মদতা সকলে গ্রেফতার করে আইনের আওতায় এনে মুসার ফাঁসিসহ অন্যাদের দৃষ্টান্ত শাস্তির দাবি জানান।

Last modified on Friday, 13 September 2019 08:58
Login to post comments
  1. LATEST NEWS
  2. Trending
  3. Most Popular