March 30, 2023
Tuesday, 26 November 2019 19:43

কামার গাঁও বাজারের পরিত্যক্ত গুদাম ঘরটি মৃত্যু ফাঁদ।

✍ আমিন চোধুরী বাবলু

নবিগঞ্জ উপজেলার  ৪ নং দীঘল বাঁক ইউনিয়নের 'কামারগাও বাজার' উপজেলার একটি ব্যস্ততম বাজার, প্রতিদিন এই বাজারে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। এই বাজারের মধ্যস্থানে দাঁড়িয়ে থাকা পরিতক্ত  গুদামঘরটি একটি ভয়াবহ মৃত্যু ফাঁদ , যে কোন সময় এটি ধসে ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা, হতে পারে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি।
বাঁশের খুঁটি দিয়ে টিকিয়ে রাখা  গুদামঘরের ছাদের নিচে কেউ কেউ  মালপত্রের পসরা   সাজিয়ে খোলে বসেছেন গ্রোসারি ব্যবসা। ছাদে জন্ম নেয়া আগাছা পরগাছার ভারে মাঝে মধ্যে ছাদের খন্ডঅংশ খসে পরে কাস্টমারারের উপরে।
এ ব্যাপারে সময় থাকতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করি।

Last modified on Tuesday, 26 November 2019 20:15
Login to post comments
  1. LATEST NEWS
  2. Trending
  3. Most Popular