Login to your account

Username *
Password *
Remember Me
Friday, 19 April 2024

মোঃ হাসান চৌধুরী

মোঃ হাসান চৌধুরী

বার্তা সম্পাদক : 

www.nabiganjerdak.com

www.tribute71.com

নবীগঞ্জে  এলাকার পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিত হামলা  করে এক কাপড় ব্যবসায়ীর নগদ ৫ লক্ষ টাকা ছিনতাই করে একদল দুর্বৃত্তরা। গত সোমবার সন্ধ্যায় বাউশা ইউনিয়নের বাশডর (দেবপাড়া) এলাকার বিজনা নদীর চড়ে এই হামলা ও ছিনতাইর ঘটনা ঘটেছে। উল্লেখিত ঘটনায় বাশঁডর গ্রামের মৃত জাহিদ উল্লার পুত্র আব্দুল বাছিত ৪ জনের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার বিবরনসূত্রে জানাযায়, আব্দুল বাছিত ও আব্দুল মুকিত এর মাঝে দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। আব্দুল বাছিত বাঁশডর (দেবপাড়া) বাজারের কাপড়ের ব্যবসায়ী। কাপড়ের ব্যবসার সুবাদে প্রায় সময় তিনি ঢাকা থেকে কাপড় কিনে এনে এলাকার বাজারে বিক্রি করেন। গত-১৯ ফেব্রুয়ারি কাপড় ক্রয় করার জন্য আউশকান্দি এনা কাউন্টার থেকে সিএনজি চালক সুফল মিয়ার মাধ্যমে একটি টিকেট ক্রয় করেন। সিএনজি চালককে সাথে নিয়া আউশকান্দি কাউন্টারের যাওয়ার পথ্যিমধ্যে বাউসা ইউনিয়নের বাঁশডর (দেবপাড়া) সাকিনস্থ জনৈক মাসুক মিয়ার বাড়ীর নিকট বিজনা নদীর চড়ে উল্লেখিত বিবাদী বাঁশডর (দেবপাড়া) গ্রামের আব্দুল মুকিদ,নুরুল হক,হোসাইন মিয়া,রাজা মিয়াগংরা গাড়ীর পথরোধ করে। গাড়ী থামানোর কারণ জিজ্ঞাসা করলে বিবাদীগণ আব্দুল বাছিতকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।  আব্দুল বাছত প্রতিবাদ করতেই তার উপর হামলা  চালিয়ে তার কাছে থাকা  কাপড় ক্রয় করার নগদ ৫ লক্ষ টাকা চিনিয়ে নিয়ে যায়। আব্দুল বাছিতের আত্ন চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীগন তাকে প্রাণে হত্যার হুমকি প্রদান করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সিএনজি চালক সুফল মিয়া তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। ঘটনায় ৪ জনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী বলেন,অভিযোগ পেয়ছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।

নবীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ চৌধুরীকে মিথ্যা মামলায় গ্রেফতার এর প্রতিবাদে এবং পুলিশ কর্তৃক রাতে আধারে পুলিশে বোমা বিস্ফোরন ও মিথ্যা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান সেফু বিএনপি নেতা সাহিদ তালুকদার,পৌর যুবদলের আহবায়ক মোঃ আলমগীর মিয়াসহ ১৫ নেতাকর্মীর উপর মিথ্যা মামলার দায়ের এর প্রতিবাদে  বিক্ষোভ  মিছিল  করছে নবীগঞ্জ  উপজেলা  বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা। শুক্রবার  বিকেলে  নবীগঞ্জ  নতুন বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শহরের  বিভিন্ন  মোড় প্রদক্ষিণ  করে ডাকবাংলো  প্রাঙ্গনের সামনে এক পথসভায় মিলিত হন। পথসভায় বক্তব্য রাখেন, মুজিবুর রহমান সেফু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিদুর করিম মজিদ, বিএনপির  নেতা, সাহিদ আহমদ তালুকদার,নূরুল গনি সোহেল, সোহেল আহমদ চৌধুরী রিপন, চুনু মিয়া (মেম্বার), হারুনুর রশিদ, মতিউর রহমান জামাল, আব্দুল বাছিত রাসেল, নবীগঞ্জ  পৌর যুবদলের  আহবায়ক মোঃ আলমগীর মিয়া, উপজেলা যুবদলের ১ম যুগ্ম আহবায়ক  জয়নাল আবেদীন, আল আমিন আহমদ, রাহয়ানুল বারী, সদস্য মনিরুল চৌধুরী,  জাকির চৌধুরী, সামাদুল হক,  আঃ রকিব,  উপজেলা ছাত্রদলের  যুগ্ম আহবায়ক  তৌহিদ চৌধুরী, মুহিত মিয়া কবির মিয়া, প্রমুখ। এসময় বক্তরা বলেন আমরা গত বুধবারের কেন্দ্রীয়  বিএনপির  অবরোধ  কর্মসূচি  শান্তিপূর্ণ ভাবে ঢাকা-সিলেট  মহাসড়ককে পালন করার সময়  সকালে আওয়ামী লীগ পুলিশ লীগ  আমাদের বাধা প্রদান করে আমাদের ব্যানার ও ২টি মোটর সাইকেল নিয়ে যায়।  এসময় আমাদের উপজেলা  বিএনপি আহবায়ক সরফরাজ  চৌধুরী তার আটক করে। ওইদিন রাতের আধারে পুলিশ নিজেরাই বোমা বিস্ফোরন ঘটিয়ে আমাদের ১৫ নেতাকর্মীদের উপর একটি বিস্ফোরক মামলা দায়ের করে।  নেতারা ওই মিথ্যার তীব্র  প্রতিবাদ ও নিন্দা  জানিয়ে  বলেন তাদের নেতাকর্মীর উপর মিথ্যা মামলা প্রত্যহারে দাবি জানান।
 
 
 

সিলেট লালা বাজার ৭ আর্মড ব্যাটালিয়ান পুলিশের অভিযানিক শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হলেন মাহমুদুল হাসান । তিনি জেলার গুরত্বপূর্ণ উপজেলা লালা বাজার ৭ আর্মড ব্যাটালিয়ান পুলিশ ক্যাম্পে এ এস আই হিসেবে কর্মরত। ২৯ আগস্ট মঙ্গলবার সকালে সিলেট লালা বাজার ৭ আর্মড ব্যাটালিয়ান পুলিশ ক্যাম্পে এক সভায় তাকে জেলার অভিযানিল শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত করে ৭ আর্মড ব্যাটালিয়ান পুলিশ।এ উপলক্ষ্যে অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান খোন্দকার ফরিদুল ইসলাম তাকে আনুষ্ঠানিক ভাবে পুরষ্কার ও ক্রেষ্ট প্রদান করেন।সিলেট লালা বাজার ৭ আর্মড ব্যাটালিয়ান পুলিশ অফিস সূত্র জানায়, মাদক,সাজাপ্রাপ্তআসামি,ওয়ারেন্ট তামিল,চোরাইহওয়া মোবাইল উদ্ধার,সামগ্রিক কর্মতৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধদমনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে অভিযানিক শ্রেষ্ঠ এ এস আই নির্বাচিত করে আর্মড ব্যাটালিয়ান পুলিশ লালা বাজার সিলেট। মাহমুদুল হাসান হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামের কৃতি সন্তান। এ ব্যাপারে এএসআই মাহমুদুল হাসান জানান, পেশাগত পুরষ্কার প্রাপ্তির এ গৌরব শুধু তার নয়, এটি আমার অভিযানিক টিমের প্রত্যেক পুলিশ সদস্যদের। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে তিনি এ গৌরব অর্জন করতে পেরেছেন। বিশেষ করে ধন্যবাদ জানান অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান খোন্দকার ফরিদুল ইসলামকে।এ পুরষ্কার তিনি ক্যাম্পের প্রত্যেক সদস্যদের উৎসর্গ করেছেন। এ পুরষ্কার প্রাপ্তি তার পেশাগত দক্ষতায় আরো উৎসাহ ও প্রেরণা যোগাবে বলে জানান তিনি।এদিকে তার এ পেশাগত সাফল্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ব্যক্তিগত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

লন্ডনের লিঙ্কন'স ইন বিশ্ববিদ্যালয় থেকে ব্যারিষ্টার বার অ্যাট-ল ডিগ্রি পেলেন নবীগঞ্জের কৃতি সন্তান শাফায়েত চৌধুরী।  লিঙ্কন'স ইন বিশ্ববিদ্যালয় এর ২৫ জুলাই গ্রাজুয়েশন অনুষ্ঠানে অংশগ্রহণ করে ব্যারিষ্টার বার অ্যাট-ল ডিগ্রির সনদ গ্রহণ করেন।তিনি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শাফায়েত চৌধুরী নবীগঞ্জ পৌর এলাকার চরগাও গ্রামের মরহুম জহুরুল ইসলাম চৌধুরীর নাতি ও ইকবাল আহমেদ চৌধুরীর পুত্র। শাফায়েত চৌধুরীর এই কৃতিত্বে পরিবারের পাশাপাশি আত্মীয়-স্বজনরা ভীষণ খুশি। এছাড়া বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে। শাফায়েত চৌধুরীর মামাত ভাই নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ জায়েদ চৌধুরী শাফায়েত চৌধুরীর জন্য নবীগঞ্জসহ দেশ বিদেশের সবার কাছে দোয়া কামনা করেছেন।

লন্ডনের ডার্বি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি পেলেন নবীগঞ্জের কৃতি সন্তান মোঃ নাসির মিয়া। ডার্বি বিশ্ববিদ্যালয় এর গ্রাজুয়েশন অনুষ্ঠানে অংশগ্রহণ করে আইন বিষয়ে স্নাতক ডিগ্রির সনদ গ্রহণ করেন।তিনি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নাসির মিয়া নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের নাদামপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক লন্ডন প্রবাসী হাজ্বী মোঃ নজির মিয়ার সর্বকনিষ্ঠ ছেলে। নাসির মিয়ার এই কৃতিত্বে পরিবারের পাশাপাশি আত্মীয়-স্বজনরা ভীষণ খুশি। এছাড়া বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।

নবীগঞ্জ উপজেলায় চোলাই মদ-ইয়াবাসহ পৃথকস্থানে অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীসহ সাজাপ্রাপ্ত ও পলাতক ১০জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার (১৬ জুন) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন- বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের হলিমপুর গ্রামের কালীচরণ দাশের ছেলে সুজন রবি দাশ (৪২), মতিলাল রবি দাশের ছেলে লিটন রবি দাশ (২৬), পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামের আজিদ মিয়ার ছেলে জুবেল আহমদ (৩৫), ছমির মিয়ার ছেলে মোস্তাক মিয়া (৩১), দৌলতপুর গ্রামের আকামত মিয়ার স্ত্রী নুরুন নাহার (২৮), হরিধরপুর গ্রামের ধন মিয়ার ছেলে জুলেল আহমদ (৩৫), হরিনগর গ্রামের অনিল চন্দ্র দাশের ছেলে অজিত চন্দ্র দাশ (৩৫), পিটুয়া গ্রামের এরশাদ আলীর স্ত্রী জহুরা বেগম (৩৮), মৃত এরশাদ আলীর ছেলে আব্দুল মুকিত (২৫), বড় ভাকৈর গ্রামের আমির হোসেনের ছেলে মোহাম্মদ জাকারিয়া (২০)।পুলিশ জানায়- রবিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার পুলিশ হলিমপুর এলাকায় অভিযান চালিয়ে ১৮০ লিটার চোলাই মদসহ সুজন ও লিটন নামে দুজনকে গ্রেফতার করে। একই সময় পৌর এলাকার জয়নগর গ্রামে অভিযান চালিয়ে ৪১ পিস ইয়াবাসহ জুবেল ও মোস্তাককে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। এছাড়া রবিবার রাতেই বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পলাতক আসামী ৬ জনকে গ্রেফতার করা হয়।
এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন- গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি বাজারের পাশে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়,মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে সিএনজি চালক নিয়ন্ত্রণ হারায়। নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।স্থানীয়রা দেখতে পেয়ে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ১ জনকে মৃত ঘোষণা করেন।অপর আহতদের চিকিৎসা প্রদান করেন। সড়ক দুর্ঘটনা নিহত ব্যক্তি হলেন,নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের মৃত তেরা মিয়া (লেচু মিয়ার) পুত্র মোঃ গেদন মিয়া (৮০)।ঘটনার সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ।

আগামী ৯ জুলাই সিলেটের তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষে নবীগঞ্জ উপজেলা পৌর যুবদলের এক প্রস্ততির সভা আয়োজন করা হয়। শুক্রবার সন্ধ্যায় নবীগঞ্জ পৌর যুবদলের উদ্যোগে অস্থায়ী কার্যালয়ে দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ পালন করা হয়। নবীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মােঃ আলমগীর মিয়ার সভাপতিত্বে  ও উপজেলা যুবদলের যুগ্ম  আহ্বায়ক আলামিন আহমদ  ও রায়হানুল বারীর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার  যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর শফিকুর রহমান সেতু, ও জেলার যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমেদ খান, মোঃ দুলাল মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল শাহ, বানিয়াচং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছাদিকুর রহমান লিটন, হবিগনজ পৌর যুবদলেরর  সিনিয়র যুগ্ম আহবায়ক  শেখ মামুন। এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, পৌর যুবদলের সদস্য ফুল মিয়া, জাহাঙ্গীর মিয়া,আমির হোসেন, ও যুবদল নেতা শাকিল আহমেদ, বাচ্চু মিয়া, দিপু আহমেদ, শাহ ইব্রাহিম আলী, মোঃ অজুদ মিয়া, তারেক আহমদ, সোহেল মিয়া,রাসেল মিয়া, সুমন আহমদ, জুবায়ের আহমদ, জিয়া আহমদ,  প্রমুখ। প্রধান অতিথি হবিগঞ্জ জেলা যুবদলের সাধারন সম্পাদক জালাল আহমদ বলেন, এই অবৈধ সরকার পতন করতে দেরে তরুন সমাজ ভূমিকা নিতে হবে। তাই আগামী রা্ষ্ট্র নায়ক তারেক রহমান দেশের প্রতিটি বিভাগে তারুন্যের সমাবেশ এর ডাক দিয়েছেন। আমরা সকলে মিলে সিলেট তারণ্যের সমাবেশ সফল করেত ৯ তারিখে সিলেটের আলিয়ার মাদ্রাসা মাঠে  দলগত যাওয়ার জন্য সবাইকে আহবান জানান।

  1. Popular
  2. Trending
  3. Comments

Calender

« April 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30