Print this page
Thursday, 24 August 2023 03:14

বিবিয়ানা গ্যাস ফিল্ড পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস Featured

Written by নবীগঞ্জ প্রতিনিধিঃ

নবীগঞ্জ উপজেলায় অবস্থিত দেশের অন্যতম গ্যাসক্ষেত্র বিবিয়ানা গ্যাস ফিল্ড পরিদর্শন করেছেন কূটনীতিকদের মধ্যে সবচেয়ে আলোচিত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। গতকাল বুধবার (২৩ আগষ্ট) সন্ধ্যায় শেভরণ বাংলাদেশের মুখপাত্র শেখ জাহিদুর রহমান রাষ্ট্রদূত পিটার হাসের বিবিয়ানা গ্যাসফিল্ড পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেন। শেভরন বাংলাদেশ ও গোয়েন্দা সংস্থা সূত্রে জানা যায়- মঙ্গলবার বিকেল ৪টায় আমেরিকান কোম্পানি শেভরনের মালিকানাধীন নবীগঞ্জ উপজেলার করিমপুরের অবস্থিত বিবিয়ানা গ্যাসক্ষেত্র পরিদর্শনে আসেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। পরে বিবিয়ানা ও শেভরণের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় অংশ নেন পিটার হাস। পরিদর্শনকালে শেভরন কর্তৃক পরিচালিত এসএসকেএস নামে একটি ক্লিনিক এবং ফার্মেসীও পরিদর্শন করেন তিনি।এনিয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বলেন- বিবিয়ানা গ্যাসফিল্ডে মার্কিন রাষ্ট্রদূতের আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় তবে গ্যাস ফিল্ডের ভিতরে তিনি কি করেছেন তা আমরা জানিনা।এ প্রসঙ্গে শেভরন বাংলাদেশের মুখপাত্র শেখ জাহিদুর রহমান বলেন, আমেরিকান মালিকানাধীন কোম্পানি শেভরন বাংলাদেশে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছে। নতুন কোনো রাষ্ট্রদূত আসলে তারা মার্কিন মালিকাধীন শেভরন বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো সফর করে থাকেন। এরই ধারাবাহিকতায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বিবিয়ানা গ্যাসফিল্ড পরিদর্শন করেছেন।

Read 596 times
Rate this item
(0 votes)