ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এ সময় গুরুতর আহত হয়েছেন অটোরিকশাটির চালক আবুল কাশেম। গতকাল সোমবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পানিউমদা বাজারে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত অটোরিকশাচালক আবুল কাশেমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নবীগঞ্জ উপজেলার উত্তর দেবপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। হাইওয়ে পুলিশ জানায়, পানিউমদা বাজারে কাশেম তার অটোরিকশাটি মহাসড়কের ওপরে ঘোরাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে সিলেটগামী হানিফ পরিবহনের একটি বাস চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায় দুর্ঘটনায় আবুল কাশেম গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে দুর্ঘটনাকবলিত অটোরিকশার ভেতর থেকে বের করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সন্ধ্যায় হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করে। তখন বাস চালককে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।