নবীগঞ্জে কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলন নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে আউশকান্দি ইউপির পাহাড়পুর এলাকায় ঐ ঘটনাটি ঘটে। এতে এমরান আলী নামের একজনকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অভিযোগ সূত্রে জানা যায়- ওয়াহিদ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান সরকারিভাবে অনুমতি প্রাপ্ত হয়ে পাহাড়পুর এলাকায় কুশিয়ারা নদীতে ড্রেজার মেশিন যন্ত্রপাতিসহ সেট করে বালু উত্তোলন এর কাজের উদ্ভোধন করে। এ সময় নবীগঞ্জ উপজেলার পারকুল গ্রামের হেলাল মিয়া (৩৮), রিপন মিয়া (৩৩), মৌলভীবাজার সদর উপজেলার হামরকোনা গ্রামের আহমদ (৪২), মিন্টু মিয়া (৩৫) সহ অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০জন লোকজন বালু উত্তোলনে নিষেধ ও ২০ লাখ টাকা চাঁদা দাবী করে। এতে ওয়াহিদ এন্টার প্রাইজের পক্ষে বাধা প্রদান করলে বালু উত্তোলনের ড্রেজারসহ অন্যান্য যন্ত্রপাতির মালিক এমরান আলীর উপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন এমরান আলী। সেে সময় বালু উত্তোলনের ৬০ হাজার টাকা সমমূল্যের পাইপ নিয়ে যায়। তাৎক্ষণিক এমরান আলীকে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন-অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহন করব।