হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈ (পূর্ব) ইউনিয়নে মাজারের ওরসের নামে অশ্লীল গান-বাজনা ও মাদক সেবন বন্ধের জন্য লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। ওরসের নামে অশ্লীল গান-বাজনা ও মদ গাজা সেবনের আসর বন্ধ করার জন্য গ্রামের সচেতন শতাধিক যুবক প্রতিবাদ করার উদ্যোগ গ্রহন করেছে। নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈ (পূর্ব) ইউনিয়নে হরিনগর গ্রামে প্রতি বছর ১৫ই মাঘ (২৯ জানুয়ারী ২০২৫) ওরসের নামে অশ্লীল গান-বাজনা ও মদ গাজা সেবনের আসর বসে। প্রতি বছরের ন্যায় সরজান বিবি জিন্দাপীর নামে মাজারের নামে গান বাজনার আয়োজন করেন।গানকে কেন্দ্র করে অশ্লীল নাচগান, জুয়া, মাদমসহ অসামাজিক কর্মকাণ্ড- সংগঠিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় মুসলিম জনতা ফুসে উঠেছে, গান বন্ধে বার বার আহ্বান জানালেও কোনো সুরাহা হয়নি। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন বরাবর ওরসের নামে গান-বাজনা বন্ধের দাবিতে এলাকাবাসীর স্বাক্ষরে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।এ অশ্লীল কাজ বন্ধ না হলে গ্রামে দাঙ্গা-হাঙ্গামার সম্ভাবনা রযেছে।এলাকায় উত্তেজনা বিরাজ করছে।