Login to your account

Username *
Password *
Remember Me
Thursday, 07 November 2024

সরকার সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছে বলেই নির্বাচনে এসেছি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, জাতীয় পার্টি নির্বাচন করবে দলীয় প্রতীকে, এককভাবে। আমরা চাই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ। গত কয়েক বছরের স্থানীয় নির্বাচনের অভিজ্ঞতা সুখকর ছিল না। নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে নির্বাচনের পরিবেশ সুন্দর হবে। নির্বাচন কমিশনের সঙ্গে সরকারও আশ্বস্ত করেছে ভালো পরিবেশ হবে।

 মঙ্গলবার বনানীস্থ জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এসময় চুন্নু আরও বলেন, নির্বাচনের পরিবেশ পরিস্থিতি বোঝা যাবে প্রতীক বরাদ্দের পর। জাতীয় পার্টির এখন পর্যন্ত নয় জনের প্রার্থীতা বাতিল হয়েছে। ২৭২ জনের মনোনয়নপত্র বৈধ আছে। বাতিল হওয়া নয়জন আপিল করবেন।

তিনি বলেন, বর্তমানে এন্টি আওয়ামী লীগের ভোট ডাবল।

 

ভোটাররা কেন্দ্রে আসতে পারলে, ভোটাধিকার প্রয়োগ করতে পারলে আমরা আওয়ামী লীগের থেকে বেশি ভোট পাবো।

লন্ডনঃ নিজের শেকড়কে ভূলে গেলে চলবেনা ভবিষ্যৎ প্রজন্ম যাতে শেকড় থেকে বিচ্যুত নাহয় সেদিকে খেয়াল রাখতে প্রবাসীদের প্রতি আহবান জানালেন মেয়র ছাবির আহমদ চৌধুরী। তিনি বলেন আমারা যেখানেই থাকিনা কেন আমাদের অবশ্যই শেকড়ের সন্ধান করতে হবে। ব্রিটনে বসবারত ব্রিটিশ বাংলাদেশী নবপ্রজন্মকে দেশের সাথে সম্পর্ক রাখতে তিনি অভিবাবকদের সচেতন হওয়ার আহবান জানান। গতকাল ২৩শে নভেম্বর বৃহস্প্রতিবার রাতে ইষ্টলন্ডনের একটি রেষ্টুরেন্টে নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অর্গেনাইজেশন ইউকে আয়োজিত সম্বর্ধনা সভায় লন্ডন সফররত নবীগঞ্জ পৌর মেয়র সাবির আহমদ চৌধুরী বলেন নবীগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌর শহরে রূপান্তরিত করতে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন শত বছরের পৌর শহর গুলোর তুলনায় নবগঠিত নবীগঞ্জ পৌরসভা অনেক দূর এগিয়ে গেছে। তিনি বলেন এই পৌরএলাকার অভ্যন্তরে সরকারী কোন জমি না থাকলেও তার প্রচেষ্টায় প্রায় দুই একর ভূমি ক্রয় করে ডাম্পিং ব্যবস্থা করার উদ্যোগ নেয়া হয়েছে, বিশেষ করে জানজট সমস্যার সমাধান কল্পে নবীগঞ্জ-শেরপুর রোডকে প্রসস্থ করা সহ ডেনেজে ব্যবস্থা করা হয়েছে। এখন আর শহর বাসীকে জলাবদ্ধতায় ভোগতে হবেনা। পৌর শহরে একটি গোরস্থানেরও ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন মেয়র হিসেবে তিনি যে সম্মানী ভাতা পান তা নিজে খরচ না করে আর্থ মানবতার সেবায় ব্যয় করেন। এছাড়া সরকারী তহবিল থেকে কোন ধরেনের খরছও তিনি নেননি। আর একারণেই দলমত নির্বিশেষে মানুষ তাকে নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দিচ্ছে। তিনি বলেন আপনাদের দোয়া থাকলে আমি এভাবে নিজকে মানব সেবায় বিলিয়ে দিতে চাই। সংগঠনের সভাপতি আব্দুল হালিম চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারী আবু তালিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্বর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন সফররত সিলেট জেলা বারের সদস্য অ্যডভোকেট জোৎস্না ইসলাম, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রেসিডেণ্ট সাংবাদিক মতিয়ার চৌধুরী, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের প্রেসিডেণ্ট ব্যারিষ্টার আতাউর রহমান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলার জাহেদ চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন এডভাইজার শামীম চৌধুরী, সম্বর্ধিত অতিথিকে স্বাগত জানিয়ে আরো বক্তব্য রাখেন সলিসিটর সৈয়দা নাসিমা বেগম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কামরুল হাসান চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মুহিবুর রহমান, ফারসু মিয়া, বাবুল আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুল মোহিত, লোকমান হোসেন, জসিম উদ্দিন, মিনাল আহমদ চৌধুরী, সুমন আহমেদ প্রমুখ। অতিথিকে ফুল দিয়ে বরন করেন সলিসিটর সৈয়দা নাসিমা বেগম ও গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের সুফি সুহেল আহমদ ও অন্যান্যরা। (মতিয়ার চৌধুরী-লন্ডন ২৪নভেম্বর ২০২৩।)

আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে, তা সময়মতোই হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সদ্যঃসমাপ্ত বেলজিয়াম সফর নিয়ে আজ মঙ্গলবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচন কেউ ঠেকাতে পারবে না মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন, নির্বাচন হবে এবং সময়মতোই হবে। কেউ নির্বাচন থামাতে পারবে না, আগেও পারেনি, এবারও পারবে না।

তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সন্ত্রাসী। বিএনপি সন্ত্রাসী দল, সেটা তারা আবার প্রমাণ করেছে। সন্ত্রাসীদের কিভাবে শিক্ষা দিতে হয়, সেভাবে দিতে হবে।

সাংবাদিকদের প্রতি বিএনপি-জামায়াতের হামলার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ২৮ তারিখে ৪০-৪৫ জন সাংবাদিককে পিটিয়ে আহত করা হলো।

 
রিপোর্টারস উইথআউট বর্ডার, এদের কাছ থেকে আপনারা কি কোনো সিমপ্যাথি পেয়েছেন? তাদের কাছ থেকে কোনো সহায়তা পেয়েছেন? আজকে মানবাধিকার সংস্থাগুলো চুপ কেন? তাদের কাছ থেকে প্রতিবাদ শুনি না কেন? তাদের কাছ থেকে কথা শুনি না কেন? আপনারা সেটি জিজ্ঞেস করেন। 

শেখ হাসিনা বলেন, বিএনপি পুলিশ মারল। বাসে আগুন দিল। যারা মানবাধিকারের কথা বলেন, আজকে তাদের সেই ভাণ্ডার বন্ধ কেন? তারা চুপ কেন?

সাংবাদিকদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, ‘মাঝখানে কিছুদিন বিএনপি রাজনৈতিকভাবে কর্মসূচি করছিল এবং আপনারা নিশ্চয়ই বিশেষভাবে লক্ষ করেছিলেন আমাদের সরকার কিন্তু তাদের কোনো বাধা দেয়নি।

 
তাদের ওপর একটা শর্ত ছিল, তারা অগ্নিসংযোগ বা ভাঙচুর করবে না।’

 তিনি বলেন, তারা (বিএনপি) যখন সুষ্ঠুভাবে রাজনৈতিক কর্মসূচি করছিল তাতে কিন্তু মানুষের একটু আস্থা-বিশ্বাসও তারা ধীরে ধীরে অর্জন করতে শুরু করেছিল। কিন্তু ২৮ তারিখ বিএনপি যেসব ঘটনা ঘটাল, বিশেষ করে যেভাবে পুলিশকে হত্যা করেছে, মাটিতে ফেলে যেভাবে কোপাল, সাংবাদিকদের যেভাবে পেটাল, এ ঘটনার পর জনগণের ধিক্কার ছাড়া বিএনপির কিছুই জুটবে না।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিমের উপস্থাপনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১২.৫% প্রবাসীর দেশে নির্বাচনে সেন্টারে সেন্টারে ১০০% ভোট কাস্ট হয়ে যাওয়া নিশ্চিত ভাবে প্রমাণিত করে ব্যালট বাক্সে অবৈধ ভোটের উপস্তিতি ঘটেছে । ২০১৮ সালের নির্বাচনে ২১৩ টি সেন্টারে ১০০ % ভোট কাস্ট হয়েছে ! নির্বাচনে কি পরিমান অবৈধ ব্যালট কাস্ট হয়েছে তার একটি সাধারণ ধারণা পাওয়ার জন্য ১০০ % ভোট কাস্ট হওয়া যে কোন একটি সেন্টারের ভোটের ডাটা বিশ্লেষণ করা দরকার .

১০০ % ভোট কাস্ট হওয়া কুমিল্লা-১০ আসনের ৩৬ নং সেন্টারের ভোটের ডাটা বিশ্লেষণে করে যা দেখতে পাওয়া যায় :

১) বিএনপির প্রার্থী শূন্য ভোট পেয়েছে ?
২) প্রবাসীসহ সকল পোস্টাল ব্যালটের ভোট কাস্ট হয়েছে!
৩ ) আওয়ামীলীগের প্রার্থী পেয়েছে ৯৯.৯৬% ভোট .

 

২০১৮ সালের নির্বাচনের জরুরী কিছু তথ্য তুলে ধরা হলো।
নির্বাচনে কোন পোস্টাল ব্যালটে ভোট নেওয়া হয়নি তাই কেন্দ্রে উপস্থিত হয়েই সবাইকে ভোট দিতে হয়েছে !
নির্বাচনে রেজিস্টার্ড ভোটার : ১০৪১৫০০০০ জন .
পোস্টাল ব্যালটে ভোট না নেয়ার কারনে যারা ভোট দিতে পারেনি
প্রবাসী ভোটার : ১কোটি ২৫ লক্ষ : ভোটের: ১২.৫%
নির্বাচনি কর্মকর্তা-কর্মচারি : ১৫ লক্ষ
অসুস্ত , মৃত , জেলে থাকা, হাসপাতালে থাকা , ঠিকানা থেকে দূরে থাকা ব্যক্তি সব মিলিয়ে ২০% মানুষের নির্বাচনে উপস্থিত হয়ে ভোট দেওয়ার উপায় ছিলোনা।


বিএনপির প্রার্থীর শূন্য ভোট সম্পর্কে আওয়মীলীগের বক্তব্য :

A) শেখ হাসিনার মতে বিএনপি মনোনয়ন বাণিজ্য করে অপরিচিত প্রার্থী দেওয়ার কারনে তারা কোন ভোট পায়নি !
B) আর, মোহাম্মদ আরাফাত হুসেনের মতে বিএনপি শূন্য ভোট পাওয়ার মত দল নয়, তবে নির্বাচনে বিএনপির প্রার্থীরা কোন ধরণের প্রচার প্রচারণা চালায়নি বলে তাদের ভোটাররা নির্বাচনে ভোট দিতে আসেনি ?
C) আর সাবেক সচিব আবু আলা মোহাম্মদ শহীদ খান আর সাবেক নির্বাচন কমিশনার শাহনেওয়াজ মনে করেন বিএনপি এখনো ২০ % থেকে ২৫% ভোট হল্ড করে .

A).
দেখা যাক , বিএনপির শূন্য ভোট পাওয়ার পিছনে শেখ হাসিনার দাবির যৌক্তিকতা কতটুকু ?
মোঃ মনিরুল হক চৌধুরীর কি বিএনপির মনোনয়ন বাণিজ্যে নমিনেশন পাওয়া একজন অযোগ্য ,অপরিচিত বা ভুইফোড় প্রার্থী?
মোঃ মনিরুল হক চৌধুরীর কোন অযোগ্য ,অপরিচিত বা ভুইফোড় প্রার্থী নন, তার আছে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন. তিনি আওয়মীছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন. দুবারের এমপি এবং খালেদা জিয়ার উপদেষ্টা . অতএব শেখ হাসিনার দাবি অযৌক্তিক।

B)
এখন দেখা যাক , বিএনপির শূন্য ভোট পাওয়ার পিছনে এম.আরাফাত হুসেনের দাবির যৌক্তিকতা কতটুকু ?
মোঃ মনিরুল হক চৌধুরীর নির্বাচনের কয়েকদিন পূর্ব থেকেই কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ ছিলেন, তার পক্ষে নির্বাচনের মাঠে প্রচার প্রচারণা চালানো সম্ভব পর হয়নি। সময়ে অসময়ে পুলিশি ধর পাকড়ের কারনে অন্য নেতা কর্মীদেরও তার পক্ষে প্রচার প্রচারনা চালানো সম্ভবপর হয়নি।
“প্রচার প্রচারণা না থাকার কারনে বিএনপির ভোটাররা নির্বাচনের দিন ভোট দিতে কেন্দ্রে যাননি ” আরাফাত হুসেনের এই দাবির পক্ষে মোটামোটি যৌক্তিকতা খোঁজে পাওয়া যায়।

C)
বিএনপির ২০% ব্যালট গেলো কোথায় ?
আবু আলা মোহাম্মদ শহীদ খান, শাহনেওয়াজ চৌধুরীর কথা মত বিএনপি এখনো ২০%-২৫% ভোট হোল্ড করে তাই নির্বাচনী কর্মকর্তা আর পুলিশ দায়িত্বে ৩৩৫১ এর ২০% মিনিমাম ৬৭০ টি ভোট না দেয়া ব্যালট থাকার কথা।

শুধু কি তাই , ১২.৫% প্রবাসী, নির্বাচনী দায়িত্বে থাকা কর্মচারী -কর্মকর্তা, পুলিশ, অসুস্ত , মৃত , জেলে থাকা, হাসপাতালে থাকা , ঠিকানা থেকে দূরে থাকা ব্যক্তি সব মিলিয়ে ২০% মানুষের নির্বাচনে উপস্থিত হয়ে ভোট দেওয়ার উপায় ছিলোনা বলে ৩৩৫১ এর আরো ২০% ৬৭০ টি - ভোট না দেয়া ব্যালট নির্বাচনী কর্মকর্তা আর পুলিশ দায়িত্বে থাকার কথা।

পোস্টাল ব্যালটে ভোটের ব্যবস্তা না থাকা আর বিএনপির কর্মী সমর্থদের কেন্দ্রে উপস্থিত না হওয়ার কারনে কেন্দ্রের মোট ভোটারের চেয়ে কম করে হলেও ১৩৭০ টি ভোট কম কাস্ট হওয়ার কথা। এই ব্যালট গুলো পুলিশ আর নির্বাচনী কর্মকর্তা কর্মচারীদের অধীনে সেইফরুমে থাকার কথা।

যে ব্যালট গুলো পুলিশ আর নির্বাচনী কর্মকর্তাদের অধীনে সেইফরুমে থাকার কথা, সেই ব্যালটগুলো ২০১৮ সালের নির্বাচনে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় সিল মেরে ব্যালট বাক্সে রেখে দেওয়া হয়েছে! আমানতের খেয়ানতের জন্য পুলিশ আর নির্বাচনী কর্মকর্তাদের দোষী স্বাব্যস্ত করার এর চেয়ে বড় আর কোন প্রমানের কি প্রয়োজ আছে?

ব্যাংক ভোল্টের টাকা গায়েব হলে যেমন ব্যাংকের স্টাফদের কোমরে ধরি বেঁধে থানায় চালান দেয়া হয় ঠিক তেমনি সেইফরুমের ব্যাল্টগুলো যাদের কারসাজিতে পুলিশ আর নির্বাচনী কর্মকর্তারা নৌকা মার্কায় সিল মেরে বাক্সে ঢুকিয়ে দিয়েছে তাদেরও কঠিন শাস্তির মুখাপেক্ষী করা দরকার।
পুলিশ আর নির্বাচনী কর্মকর্তাদের দ্বারা ব্যালট সংগ্রহ করে কোন সভ্যদেশে কেউ কোন দিন নির্বচিত হতে পারেনি। আমেরিকার ২০২০ নির্বাচনে ভার্জিনিয়া স্টেটে ঠিক এমনি একটি ঘটনা ঘটাতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প সেদিন। তাই আজ তিনি আদালতে কঠিন শাস্তির মুখাপেক্ষী ।
কিন্তু শেখ হাসিনা ২০১৮ এর নির্বাচনে সেন্টারে সেন্টারে নৌকা মার্কায় অজস্র অবৈধ ভোট কালেকশন করিয়েও আদালতে কোন ধরনের শাস্তির মুখাপেক্ষী হচ্ছেন না কেন?


## এটা কি সভ্য সমাজ আর  অসভ্য সমাজের পার্থক্য ?
আমেরিকার নির্বাচনে ভার্জিনিয়া সেক্রেটারি অব স্টেটকে ১১৭৮০টি ভোট খোঁজে দেওয়ার কথা বলায় ডোনাল্ড ট্রাম্প অর্গানাইজড ক্রাইম ( রিকো বা মাফিয়া ) আইনে দোষী হিসাবে বিচারের কাঠগড়ায় যে সময় উঠা নামা করতেছেন ঠিক সেসময় বাংলাদেশের নির্বাচনে শেখ হাসিনা তার সাঙ্গ পাঙ্গ দিয়ে কোটি কোটি অবৈধ ভোট কাস্ট করিয়ে শুধু প্রধান মন্ত্রী হয়েই ক্ষান্ত দেননি , নিজের অধীনে আগামী নির্বাচন অনুষ্টিত করতেও সংবিধানের দোহাই দিয়ে লাফালাফি করছেন!
আমেরিকার সংবিধান ডোনাল্ড ট্রাম্পকে অপরাধ না করেই শুধু অপরাধ করার ইনটেনশন ছিল এই কারনে মাফিয়া আইনে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছে আর বাংলাদেশের সংবিধান- শেখ হাসিনাকে অপরাধ করার পরও শাস্তির বদলে প্রধানমন্ত্রী হিসাবে পুরুস্কৃত করেছে এমন কি শেয়ালের হাতে মুরগি বর্গা দেওয়ার মত আবারো তার হাতে বাংলাদেশের নির্বাচন অনুষ্টিত করার গুরু দায়িত্ব তুলে দিতে যাচ্ছে !
বাংলাদেশের সংবিধান আর আমেরিকার সংবিধানের মধ্যে এতো পার্থক্য কেন ? এক সংবিধান অপরাধীকে শাস্তি দেয় আর অপরটি অপরাধীকে পুরুস্কৃত করে? সংবিধানিক আইনের এ পার্থক্যটাকে কি সমাজের সভ্যতা নিরুপনের ব্যারোমিটার : সভ্য সমাজ আর অসভ্য সমাজের পার্থক্য বুঝার উপায় ! সভ্য সমাজে অপরাধী শাস্তি পায় আর অসভ্য সমাজে অপরাধী পুরুস্কৃত হয় .

শেখ হাসিনার বিরুদ্ধ্যে ভোটাধিকার খর্বের  মিথ্যে অভিযোগ শুনে শুধু প্রবাসীইরা না মৃতরাও হাসছে!  কারন , ২০১৮  সালের নির্বাচনে প্রবাসীদের সাথে লাইনে দাঁড়িয়ে মৃতরাও ভোট দিয়ে গেছে!

প্রশ্ন আসাটা স্বাভাবিক, ভোট দানে কেউ  বাধাগ্রস্ত করলে তখন কি  ১০০% ভোট কাস্ট সম্ভব হতো?

May be an image of text that says 'Constituency 258 কেন্দ্র মোট ভোটার কুমিল্লা কুমিল্লা১ ১০ 36 বাগমারা উচ্চ বিদ্যালয় গ্রাম -সৈয়দপুর (পুরুষ ভোটকেন্দ্র) প্রার্থীর নাম মোঃ জামাল উদ্দিন মার্কা মোহাম্মদ আবু বকর ছিদ্দিক হাত পাখা 3351 মোঃ লুংফুর রহমান আপেল আহম মুস্তফা কামাল সিংহ এম অহিদুর রহমান নৌকা 2 আম এম, আবদবস সালাম মজুমদার মোঃ মনিরুল হক চৌধুরী 12 2848 গোলাপ ফুল 0 ধানের শীষ মোট বৈধ মোট বাতিল প্রদতত ভোট শতকরা হার 2866 485 3351 100'

  আর ,প্রধানমন্ত্রী হলফ করে বলেছেন তিনি জনগনের ভোটাধিকার ফিরিয়ে এনেছেন, তার মত একজন তাহাজ্জুদ গোজারী আল্লামার  বিরুদ্ধ্যে ভোটাধিকার হরনের মত মানবতা বিরুধী অপরাধের  অপবাদ  কোন ক্রমেই গ্রহণযোগ্য নয় . তাই

যারা যুক্তরাষ্ট্রযুক্তরাজ্য , .ইউ কিংবা জাতিসংঘে বাংলাদেশের নির্বাচন আর মানবাধিকার লঙ্গনের অভিযোগ তুলে ধরেছেন তারা বিদেশিদের কাছে বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপের অমন্ত্রন জানিয়ে দেশদ্রোহীতা নামক ভয়ানক অপরাধে জড়িয়ে পড়েছেন!তাদের মুখোশ উন্মচনে আওয়ামী নেতাদের থেকে  এগিয়ে জাতির বিবেক বিশেষ করে টেলিভিশন চ্যানেলে টকশো করা সাংবাদিকেরা !

      ভোটাধিকার আর মানবাধিকার  একটি আরেকটির পরিপূরক। কোথাও জনগণের ভোটাধিকার খর্ব  হলে সেখানে  মানবাধিকার ও ভুলুন্টিত হয়, তার জন্য আর বাড়তি কোন প্রমানের দরকার পড়েনা।

ভোটাধিকার কিংবা  বেঁচে থাকার অধিকার: এই ইউনিভার্সাল অধিকারগুলো   কখনও কোন রাষ্ট্রের অভ্যন্তরীন বিষয় হতে পারেনা যতক্ষণ পর্যন্ত না আদালত   কারো ভোটাধিকার কেড়ে নেয় কিংবা  মৃত্যুদন্ড দেয়।  সন্তান হত্যার দায় যেমন কোন পিতা পারিবারিক মেটার বলে এড়িয়ে যেতে পারেননা  তেমনি কোন অত্যাচারী শাসক জনগণের ভোটাধিকার কিংবা  বেঁচে থাকার  মৌলিক অধিকারকে  দেশের অভ্যন্তরীণ বিষয় বলে খর্ব করে দিতে পারেনা। এসব টাইরানদের কবল থেকে জগনকে রক্ষা করা জাতিসংঘ কিংবা বিশ্বের অন্যান্য মানবতাকামী দেশের দায়িত্বের মধ্যে পরে। 

  এই সরকারের হাতে  বাংলাদেশের জনগণের ভোটাধিকার খর্ব হলে কিংবা   অন্যন্য মৌলিক অধিকার ভুলুন্টিত হলে জাতি সংঘ কিংবা অন্যন্য মানবতাবাদী রাষ্ট্রে সাহায্য কামনা করাটা  বৈধ কাঠামোর মধ্যে পড়ে। যুগে যুগে হিটলার - এহিয়া খানের মত  মানবতা বিরুধী টাইরানরা এসব মুক্তিকামী মানুষকে দেশদ্রোহী হিসাবে আখ্যায়িত করে লাশের বন্যায় বিশ্বকে ভাসিয়ে দিয়েছে।

    ইতিহাস বলে কোথাও কোন টাইরান  নিজ থেকে  সরে যায়না : মিত্র বাহিনীর আক্রমনে হিটলার বিচারের মুখোমুখি না হতে  আত্মহত্যা করে আর এহিয়া খানের নাকের ডগায় পশ্চম পাকিস্তানের বুক ছিঁড়ে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ।

[বিঃ দ্রঃ :- ২০১৮ সালের নির্বাচনে  ২১৩ টি কেন্দ্রে ১০০% ভোট কাস্ট হয়। ২১৩ টি কেন্দ্রের ৫,৪৭,৯৯৩ জনের সকলই নির্বাচনে উপস্থিত ছিলেন।] <- পড়তে ক্লিক করুন। 

২০১৮ সালের নির্বাচনে নিম্নোক্ত ২১৩ টি কেন্দ্রে ১০০% ভোট কাস্ট হয়।
২১৩ টি কেন্দ্রের ৫,৪৭,৯৯৩ জনের সকলই নির্বাচনে উপস্থিত ছিলেন।

Ason_Number

        কেন্দ্র

মোট ভোটার

C

D

F

G

H

I

J

K

L

M

N

O

P

6

33 পাল্টাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (পুরাতন ভবন) পাল্টাপুর (পুরুষ)

2461

0

1438

12

805

7

0

2262

199

2461

100

 

 

 

6

43 বলরামপুর দাখিল মাদ্রাসা (দক্ষিণ) বলরামপুর (মহিলা)

2284

50

1893

9

119

50

0

2121

163

2284

100

 

 

 

6

70 পাথরঘাটা উচ্চ বিদ্যালয় কুতুলপুর (পুরুষ মহিলা)

3721

5

2212

37

1250

10

0

3514

207

3721

100

 

 

 

6

74 মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় মরিচা (পুরুষ মহিলা)

3940

0

2068

15

1791

6

0

3880

60

3940

100

 

 

 

7

27 মাধববাটি উচ্চ বিদ্যালয়

3901

5

8

2681

610

3

3308

593

3901

100

 

 

 

 

7

63 সারাঙ্গাই পলাশবাড়ী উচ্চ বিদ্যালয় ভবন- পুরুষ

2579

0

0

1800

353

0

2153

426

2579

100

 

 

 

 

7

112 খনগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় (পুরুষ মহিলা)

1629

0

10

1185

50

5

1254

375

1629

100

 

 

 

 

9

4 শুশুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়

2581

588

0

0

1

5

0

1496

1085

2581

100

 

 

 

9

117 তেতুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়

3304

1549

0

1

3

2

0

2856

448

3304

100

 

 

 

11

144 কৃষ্ণপুর মরিচা সরকারী প্রাথমিক বিদ্যালয়, কৃষ্ণপুর মরিচা নিচতলা (পুরুষ মহিলা)

2104

413

877

21

1313

791

2104

100

 

 

 

 

 

 

14

7 টেংগনমারী সরকারী প্রাথমিক বিদ্যালয় (মহিলা ভোটকেন্দ্র)

2484

24

212

2360

124

2484

100

 

 

 

 

 

 

 

16

40 নাজিরগুমানী সরকারী প্রাথমিক বিদ্যালয় (একতলা পাকা ভবন, কক্ষ-, মাঠ আছে, বাউন্ডারী নাই)

2227

1913

5

35

12

5

23

1998

229

2227

100

 

 

 

16

59 ১নং ভোটহাট খাতা সরকারী প্রাথমিক বিদ্যালয় (দ্বিতল ভবন, কক্ষ-, মাঠ বাউন্ডারী আছে)

3407

2875

0

11

4

26

16

2932

475

3407

100

 

 

 

18

8 কোদালখাতা সরকারী প্রাথমিক বিদ্যালয় কোদালখাতা

3497

2181

1

591

2942

555

3497

100

 

 

 

 

 

 

18

32 ফকিরটারী সরকারী প্রাথমিক বিদ্যালয় (মহিলা ভোট কেন্দ্র), ফকিরটারী

3078

1353

2

1061

2446

632

3078

100

 

 

 

 

 

 

18

41 খুনিয়াগাছ এস সি উচ্চ বিদ্যালয় খুনিয়াগাছ

2618

1350

0

738

2181

437

2618

100

 

 

 

 

 

 

18

46 রাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় রাজপুর

2549

1762

2

621

2389

160

2549

100

 

 

 

 

 

 

18

50 তিস্তা কে আর খাদেম উচ্চ বিদ্যালয় (মহিলা ভোট কেন্দ্রে) তিস্তা

2358

1801

1

236

2060

298

2358

100

 

 

 

 

 

 

18

71 আইর খামার সরকারী প্রাথমিক বিদ্যালয় আইরখামার

2979

405

0

1779

2287

692

2979

100

 

 

 

 

 

 

19

23 চিলাখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়

1856

7

1749

24

7

1789

67

1856

100

 

 

 

 

 

19

66 কুতুব সরকারী প্রাথমিক বিদ্যালয়

2065

3

1964

79

5

2051

14

2065

100

 

 

 

 

 

20

17 কাচনা সরকারী প্রাথমিক বিদ্যালয়

1510

33

30

2

10

310

2

580

15

129

1111

399

1510

100

20

19 লক্ষিপুর মাঝেরহাট দ্বিমুখী দাখিল মাদ্রাসা

2053

60

17

0

13

95

0

1252

35

430

1905

148

2053

100

20

76 আমরুলবাড়ী- সরকারি প্রাথমিক বিদ্যালয়

2377

34

160

0

52

68

1

1354

148

495

2314

63

2377

100

20

114 কাঁচাবাড়ী উচ্চ বিদ্যালয় (মহিলা) মহিলা

2052

0

94

0

25

0

0

1234

155

361

1869

183

2052

100

20

116 কাঁচাবাড়ী চৌপতির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়

1595

6

93

1

55

10

0

927

52

421

1565

30

1595

100

20

117 মাঠেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়

2086

8

15

1

7

4

0

648

77

870

1631

455

2086

100

20

122 কালা আমের ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়

1497

12

3

2

14

12

0

779

50

572

1444

53

1497

100

22

43 কুর্শা সরকারি প্রাথমিক বিদ্যালয়

1669

3

70

20

0

1108

1652

17

1669

100

 

 

 

 

22

68 ইসলামীয়া উচ্চ বিদ্যালয় (পুরুষ ভোটকেন্দ্র)

1912

0

3

40

2

1330

1885

27

1912

100

 

 

 

 

22

99 ঝিনিয়া ধনীর বাজার উচ্চ বিদ্যালয়

2138

1

33

27

40

1268

1769

369

2138

100

 

 

 

 

23

23 শালমারা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় শালমারা লতিবপুর।

2347

4

1450

50

2

612

2119

228

2347

100

 

 

 

 

23

41 গাড়ালচৌকি সরকারি প্রাথমিক বিদ্যালয় গাড়ালচৌকি।

2261

1

1861

35

0

92

1989

272

2261

100

 

 

 

 

23

48 এনায়েতপুর ইসলামিয়া দ্বি-মুখী দাখিল মাদ্রাসা এনায়েতপুর।

2918

25

1930

385

2

315

2657

261

2918

100

 

 

 

 

23

52 কিশামত জালাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কিশামত জালাল।

3310

6

1480

132

3

973

2598

712

3310

100

 

 

 

 

23

55 সাদুল্যাপুর বাহারুল উলুম দাখিল মাদরাসা মামুদপুর। (পুরুষ ভোট কেন্দ্র)

2196

6

1985

10

30

118

2149

47

2196

100

 

 

 

 

23

86 খিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় খিয়ার পাড়া মাসিমপুর।

1498

40

1207

12

0

223

1482

16

1498

100

 

 

 

 

23

116 শঠিবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় (একাডেমীক ভবন), শঠিবড়ী হরিপুর। (মহিলা ভোট কেন্দ্র)

2439

3

2155

10

3

210

2381

58

2439

100

 

 

 

 

23

118 শীতলগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় শীতলগাড়ী। (পুরুষ ভোট কেন্দ্র)

1986

5

1261

25

6

499

1798

188

1986

100

 

 

 

 

23

134 মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয় দেউলপাড়া।

3569

2

3236

63

0

61

3363

206

3569

100

 

 

 

 

24

20 সাহাপাড়া হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাহাপাড়া হাজীপুর

2362

22

1

1

72

0

2307

55

2362

100

 

 

 

 

24

32 কাদিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ভোট কেন্দ্র

2076

29

2

1

597

0

1826

250

2076

100

 

 

 

 

24

65 আমোদপুর মহাবিদ্যালয়

3065

36

2

1

465

0

2839

226

3065

100

 

 

 

 

24

70 জ্যোতিডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়

2134

12

15

1

20

1

2097

37

2134

100

 

 

 

 

24

79 বোর্ডের ঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোলা মহিলা ভোট কেন্দ্র

2332

11

3

1

163

0

2128

204

2332

100

 

 

 

 

24

93 কাটাদুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়

3862

28

3

9

155

4

3750

112

3862

100

 

 

 

 

27

48 অর্জুনডারা সরকারী প্রাথমিক বিদ্যালয়, গোড়াই (পুরুষ মহিলা ভোটকেন্দ্র)

2563

1718

4

1

412

1

137

1

2417

146

2563

100

 

 

27

132 নয়াদাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, হাতিয়া বকসী (পুরুষ মহিলা ভোটকেন্দ্র)

1639

877

6

0

422

0

7

0

1315

324

1639

100

 

 

32

38 সাতানাবালুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাতানাবালুয়া উভয়ের জন্য

1321

7

1106

1

0

0

2

1117

204

1321

100

 

 

 

32

118 বোচাদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়, বোচাদহ উভয়ের জন্য

1671

8

1495

1

4

3

15

1532

139

1671

100

 

 

 

32

124 দামগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়, দামগাছা উভয়ের জন্য

1965

3

1698

1

2

1

4

1712

253

1965

100

 

 

 

32

139 শামীম এন্ড শাকিল কারিগরী কলেজ,মাগুড়া। উভয়ের জন্য

3371

60

2866

6

8

3

22

2972

399

3371

100

 

 

 

36

50 বাশহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাশহাটা

1340

3

579

0

1319

21

1340

100

 

 

 

 

 

 

36

122 শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়

2383

14

79

5

2283

100

2383

100

 

 

 

 

 

 

37

95 গনেশপুর সর: প্রা: বিদ্যা:

2290

6

1136

905

2076

214

2290

100

 

 

 

 

 

 

40

103 ইসলামপুর (ঈশ্বরঘাট) দাখিল মাদ্রাসা নিচ তলা

1984

0

0

0

1

0

1500

11

225

4

1741

243

1984

100

40

117 চিকাশী আন্ত:ইউনিয়ন উচ্চ বিদ্যালয় নিচতলা দ্বিতলা

2310

0

0

1

1

0

2072

0

108

0

2182

128

2310

100

43

67 উপর কয়লার দিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়

2076

6

1110

719

1835

241

2076

100

 

 

 

 

 

 

43

123 রাধাকান্তপুর নামোটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়

2169

0

784

1352

2138

31

2169

100

 

 

 

 

 

 

43

153 ছত্রাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

1844

3

646

894

1544

300

1844

100

 

 

 

 

 

 

47

25 সিধুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়

4488

219

1641

10

3

3711

777

4488

100

 

 

 

 

 

47

40 নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়(দক্ষিন অংশ)

2973

40

707

9

2

2397

576

2973

100

 

 

 

 

 

48

79 খোর্দ্দকালনা সরকারী প্রাথমিক বিদ্যালয়

2333

37

0

1200

1004

5

2247

86

2333

100

 

 

 

 

48

87 কালনা, কাঁটাবাড়ী এশাআতুল ইসলাম মাদরাসা

2769

78

0

1911

628

2

2619

150

2769

100

 

 

 

 

48

101 কৃষ্ণগোপালপুর উচ্চ বিদ্যালয়

2631

15

1

1507

1025

1

2550

81

2631

100

 

 

 

 

48

111 ভালাইন সরকারী প্রাথমিক বিদ্যালয়

3065

75

0

737

1923

2

2738

327

3065

100

 

 

 

 

49

11 ভারশোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়

2729

10

582

0

0

1

1697

2304

425

2729

100

 

 

 

49

78 কালীগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়

3950

10

1550

0

1

3

1865

3432

518

3950

100

 

 

 

49

108 ফতেপুর (২য়) বি এল উচ্চ বিদ্যালয়

3362

15

962

0

4

7

2320

3314

48

3362

100

 

 

 

57

86 হিলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হিলালপুর

1427

1092

33

1275

152

1427

100

 

 

 

 

 

 

 

57

88 হরিরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হরিরামপুর

2946

2026

24

2106

840

2946

100

 

 

 

 

 

 

 

58

123 সাইল কোনা সরকারী প্রাঃ বিদ্যালয়,সাইলকোনা।(পুরাতন ভবন) (পুরুষ ভোটকেন্দ্র)

2021

0

0

2

0

0

1860

161

2021

100

 

 

 

 

62

18 চালিতাডাঙ্গা উচ্চ বিদ্যালয়। নিচ তলা

3399

0

0

3319

80

3399

100

 

 

 

 

 

 

 

63

101 চৈরগাতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়

1585

7

10

23

1330

255

1585

100

 

 

 

 

 

 

64

119 দোবিলা উচ্চ বিদ্যালয়

1509

2

1408

1

0

0

0

1430

79

1509

100

 

 

 

64

133 শোলাপাড়া উচ্চ বিদ্যালয় মহিলা কেন্দ্র

2029

6

1868

11

7

9

8

1915

114

2029

100

 

 

 

65

122 ডিগ্রির চর সিনিয়র মাদ্রাসা পুরুষ মহিলা কেন্দ্র

3639

0

906

2105

1

3020

619

3639

100

 

 

 

 

 

66

80 বড়ধুল কমিউনিটি সেন্টার।

1370

3

9

0

0

0

1318

52

1370

100

 

 

 

 

67

97 ঘোড়শাল বালক সরকারী প্রাথমিক বিদ্যালয় (পুরুষ মহিলা কেন্দ্র)

3431

0

0

0

3207

0

3307

124

3431

100

 

 

 

 

67

119 কৈজুরী মহিউল ইসলাম সিনিয়র মাদ্রাসা (পুরুষ মহিলা কেন্দ্র)

4159

8

15

4

4055

3

4100

59

4159

100

 

 

 

 

67

121 গুপিয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় (পুরুষ মহিলা কেন্দ্র)

1779

2

1

4

1261

1

1535

244

1779

100

 

 

 

 

74

1 রামকৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,রামকৃষ্ণপুর

3201

5

2214

22

13

13

2272

929

3201

100

 

 

 

 

87

89 রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়

4257

2819

0

327

53

72

3288

969

4257

100

 

 

 

 

96

6 খানজাহান আলী ডিগ্রী কলেজ

1834

1

18

1554

3

4

5

1589

245

1834

100

 

 

 

104

105 মঠবাটিী সরকারী প্রাথমিক বিদ্যালয়

2437

11

0

153

0

1898

0

1

2063

374

2437

100

 

 

 

 

119

96 আগৈলঝাড়া এস এম বালিকা মাধ্যমিক বিদ্যালয়, পশ্চিম সুজনকাঠী।

3062

16

2309

2

4

2331

731

3062

100

 

 

 

 

 

 

 

119

113 নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয়, নাঘিরপাড়।

3237

54

2388

2

21

2465

772

3237

100

 

 

 

 

 

 

 

121

1 গফুর মল্লিক পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়

2628

35

512

137

703

292

1

1680

948

2628

100

 

 

 

 

 

134

40 খিদির সরকারি প্রাথমিক বিদ্যালয়

2472

4

5

320

244

1

106

0

1603

2283

189

2472

100%

 

 

 

135

81 রাওতারা (রাথূরা) সরকারী প্রাথমিক বিদ্যালয়

3489

2

0

8

1

1

30

3124

3166

323

3489

100%

 

 

 

 

141

28 গোবিন্দপটল সরকারি প্রাথমিক বিদ্যালয়

1744

0

0

0

1527

1527

217

1744

100

 

 

 

 

 

 

 

141

68 পঞ্চাশী রেজাউল হক কাবেরিয়া দাখিল মাদ্রাসা

3191

4

6

6

2761

2777

414

3191

100

 

 

 

 

 

 

 

141

83 শিশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

3912

20

39

72

3028

3159

753

3912

100

 

 

 

 

 

 

 

143

54 পলাশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় নীচতলা

3315

6

2465

71

3

1

2546

769

3315

100

 

 

 

 

 

 

143

73 মধ্যবয়ড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় নিচতলা

2541

6

2347

4

5

3

2365

176

2541

100

 

 

 

 

 

 

143

54 পলাশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় নীচতলা

3315

6

2465

71

3

1

2546

769

3315

100

 

 

 

 

 

 

146

11 সংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

1862

220

27

1144

1391

471

1862

100

 

 

 

 

 

 

 

 

147

17 হরিনাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়

1978

0

1596

57

12

1665

313

1978

100

 

 

 

 

 

 

 

147

42 কুঠুরাকান্দা (মুন্সীবাড়ী) সরকারী প্রাথমিক বিদ্যালয়।

1489

18

1270

56

3

1347

142

1489

100

 

 

 

 

 

 

 

147

107 মাঝিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়

2043

0

1632

109

11

1752

291

2043

100

 

 

 

 

 

 

 

147

161 বিসকা সরকারি প্রাথমিক বিদ্যালয়

3965

2

2597

1277

19

3895

70

3965

100

 

 

 

 

 

 

 

149

172 বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয় (পুরুষ ভোটারদের জন্য)

3247

51

805

2

1886

16

2760

487

3247

100%

 

 

 

 

 

 

151

58 জোরবাড়ীয়া উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়

2018

3

542

957

6

0

104

1612

406

2018

100

 

 

 

 

 

151

85 শিবরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়

2195

17

69

1653

5

0

8

1752

443

2195

100

 

 

 

 

 

152

76 কাজিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় কাজিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়, গ্রাম-কাজিগ্রাম (পুরুষ ভোটকেন্দ্র)

2199

66

329

1209

0

1604

595

2199

100

 

 

 

 

 

 

 

153

48 মাইজবাগ পাছপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাইজবাগ পাছপাড়া

3177

163

30

1706

2

0

602

2503

674

3177

100

 

 

 

 

 

153

50 দক্ষিণ দত্তগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়, দত্তগ্রাম (কেবলমাত্র পুরুষ ভোটার)

2772

99

21

1351

0

3

395

1869

903

2772

100

 

 

 

 

 

154

79 দিলালপুর উচ্চ বিদ্যালয়

1832

71

32

1576

2

4

69

1754

78

1832

100

 

 

 

 

 

155

31 আঠারদানা উচ্চ বিদ্যালয়

2445

2102

9

14

19

11

2155

290

2445

100

 

 

 

 

 

 

155

51 দঃ ঘাগড়া সঃপ্রাঃবিঃ

4062

3558

32

5

13

54

3662

400

4062

100

 

 

 

 

 

 

155

54 হাতীখলা উচ্চঃ বিঃ

2445

2165

15

11

9

0

2200

245

2445

100

 

 

 

 

 

 

155

60 চরশাঁখচূড়া সরঃ প্রাঃ বিঃ

2640

2274

14

4

49

3

2344

296

2640

100

 

 

 

 

 

 

156

33 রাংচাপড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়

2350

1954

7

148

2

2111

239

2350

100

 

 

 

 

 

 

 

168

39 চকহরিচরণ সরকারী প্রাথমিক বিদ্যালয় ৬৫ নং চকহরিচরন সরকারী প্রাথমিক বিদ্যালয়

1861

9

1323

0

248

1

1581

280

1861

100%

 

 

 

 

 

 

169

29 পারিল নূর মহসিন বিদ্যায়তন (উত্তর পার্শ্বের ভবন) (পুরুষ ভোট কেন্দ্র)

2223

0

1

2

1689

0

14

1706

517

2223

100

 

 

 

 

 

169

30 পারিল নূর মহসিন বিদ্যায়তন (পূর্ব পার্শ্বের ভবন) (মহিলা ভোট কেন্দ্র)

2250

1

1

1

1670

1

18

1692

558

2250

100

 

 

 

 

 

169

88 নোয়াদ্দা রাজ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়

3038

2

2

5

2236

2

7

2254

784

3038

100

 

 

 

 

 

171

38 জাহানাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়

3205

256

2

518

1794

0

22

2592

613

3205

100

 

 

 

 

 

171

76 সুরদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়

1925

32

1

60

1547

2

33

1675

250

1925

100

 

 

 

 

 

172

76 ভোরন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয় গ্রাম- ভোরন্ডা, পো- শিলিমপুর, টংগীবাড়ী, মু্ন্সীগঞ্জ

1817

1045

123

3

0

9

0

3

1183

634

1917

100

 

 

 

 

172

91 ব্রাক্ষণভিটা উচ্চ বিদ্যালয় গ্রাম- বাড়ৈপাড়া, পো: ধীপুর, টংগীবাড়ী, মুন্সীগঞ্জ

2660

1876

47

3

4

92

4

4

2030

630

2660

100

 

 

 

 

173

34 মহাকালী ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়

2878

77

3

2060

6

14

1

1

0

46

2208

670

2878

100%

 

 

173

73 পি.টি.আই. একাডেমিক ভবন পুরুষ ভোটকেন্দ্র

2484

9

13

1701

0

0

0

0

0

81

1804

680

2484

100%

 

 

173

90 মহেশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়

1891

2

0

1713

1

2

0

0

1

8

1727

164

1891

100%

 

 

174

103 দেওতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় পুরুষ মহিলা ভোটার

2282

3

1

2

2

2

195

1655

1860

422

2282

100%

 

 

 

 

177

77 এইচ ইউসুফ মেমোরিয়াল হাই স্কুল মেরাজনগর, কদমতলী, ঢাকা (পুরুষ ভোটার)

3525

189

12

1

0

0

0

0

1560

10

650

2422

1103

3525

100%

 

185

79 রাজধানী উচ্চ বিদ্যালয় রাজধানী উচ্চ বিদ্যালয়, (২য় তলা) কক্ষ নং-২০১-২০৪(পুরুষ ভোটার-) কেন্দ্র-

2100

20

1310

241

1

6

2

1580

520

2100

100

 

 

 

 

 

191

29 জান- আলম সরকার উচ্চ বিদ্যালয় (পুরুষ ভোটার), কেন্দ্র-

2326

17

0

305

0

1438

0

0

0

1760

566

2326

100%

 

 

 

192

83 জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (স্কুল ভবন),(মহিলা ভোটার),কেন্দ্র-

2973

11

1876

5

5

0

0

4

8

471

2380

593

2973

100%

 

 

193

48 খাগাইল উচ্চ বিদ্যালয়, খাগাইল (পুরুষ মহিলা ভোটার)

2306

60

2009

6

6

2081

225

2306

100

 

 

 

 

 

 

 

194

46 কোটবাড়ী সঃ প্রাঃ বিঃ, চাপাইর

2003

6

0

0

1212

566

0

0

1784

219

100

 

 

 

 

 

194

97 সাটুরিয়া ষোলাহাটি সঃ প্রাঃ বিঃ, হাটুরিয়াচালা, মধ্যপাড়া

2189

2

0

1

1548

329

0

0

1880

309

100

 

 

 

 

 

194

159 বাগবাড়ী হক্কানীয়া সালেহীয়া আলীম মাদ্রাসা কেন্দ্র ০২ (মহিলা কেন্দ্র)

3618

29

0

0

2881

464

1

0

3375

243

100

 

 

 

 

 

195

76 রাহাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পুরুষ মহিলা কেন্দ্র

1485

977

5

0

10

0

144

1136

349

1485

100

 

 

 

 

 

196

128 ফাউগান সরকারী প্রাথমিক বিদ্যালয়

3308

0

3184

0

0

9

0

0

3193

115

100

 

 

 

 

 

201

26 বিলস্বরণ সরকারী প্রাথমিক বিদ্যালয় গ্রামঃ বিলস্বরন, শিবপুর, নরসিংদী

2116

115

895

410

0

10

2

1432

684

2116

100

 

 

 

 

 

 

 

201

50 খৈনকুট সরকারী প্রাথমিক বিদ্যালয় গ্রামঃ খৈনকুট, শিবপুর, নরসিংদী

2082

167

315

917

2

1

4

1406

676

2082

100

 

 

 

 

 

 

 

201

59 নোয়াদিয়া কে, এইচ বালিকা উচ্চ বিদ্যালয় মহিলা ভোটকেন্দ্র (গ্রাম-নোয়াদিয়া,শিবপুর,নরসিংদী)

2248

42

1558

474

4

5

4

2087

161

2248

100

 

 

 

 

 

 

 

204

33 কেন্দুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় উভয়

2479

34

2028

2

0

2

0

1

117

2184

295

2479

100

 

 

 

 

 

212

23 ধুতরাহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়

1683

2

0

72

1188

1262

421

1683

100

 

 

 

 

 

 

 

 

 

212

54 দুলালী সরকারী প্রাথমিক বিদ্যালয়

2456

15

5

6

2090

2116

340

2456

100

 

 

 

 

 

 

 

 

 

218

6 নল গোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় নীচতলা

2893

0

2667

3

0

1

2671

222

2893

100

 

 

 

 

 

 

 

 

219

74 জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়

3606

1

3355

0

0

0

3356

250

3606

100

 

 

 

 

 

 

 

 

225

26 লৌলারচর সরকারী প্রাথমিক বিদ্যালয় পুরুষ মহিলা উভয় ভোটকেন্দ্র

3083

1

1

659

2077

7

1

2746

337

3083

100

 

 

 

 

 

 

 

228

16 কাড়ইলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়

2835

15

403

2

1487

4

3

1

6

1921

914

2835

100

 

 

 

 

 

228

101 আজমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়

1509

0

533

0

782

2

2

0

3

1322

187

1509

100

 

 

 

 

 

229

39 মদন মোহন কলেজ কর্মাস ফ্যাকালটি (মহিলা কেন্দ্র)

1995

0

3

0

179

0

0

1

0

1759

0

1942

53

1995

100

 

 

 

229

142 খাদিম নগর ইউনিয়ন অফিস (২য় তলা) (পুরুষ কেন্দ্র)

2359

2

12

2

646

1

6

0

0

1226

0

1895

464

2359

100

 

 

 

231

49 ঝাজর নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। পুরুষ মহিলা ভোটার কেন্দ্র (অস্থায়ী কক্ষ- )

2580

0

1302

3

861

9

27

0

2202

378

2580

100

 

 

 

 

 

 

231

100 আশিঘর সরকারী প্রাথমিক বিদ্যালয় পুরুষ মহিলা ভোট কেন্দ্র

3191

1

2321

1

632

1

11

5

2972

219

3191

100

 

 

 

 

 

 

232

4 ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়

2950

2740

8

77

1

112

2938

12

2950

100

 

 

 

 

 

 

 

 

232

29 মাঝেরগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়

2117

1602

3

2

0

496

2103

14

2117

100

 

 

 

 

 

 

 

 

232

111 নিজপাট সরকারী প্রাথমিক বিদ্যালয়। উত্তর পার্শ্ব ভবন

1974

1187

0

22

5

758

1972

2

1974

100

 

 

 

 

 

 

 

 

232

112 নিজপাট সরকারী প্রাথমিক বিদ্যালয়। পূর্ব পার্শ্ব ভবন

1974

866

2

14

4

458

1344

630

1974

100

 

 

 

 

 

 

 

 

233

79 শিবনগর মাদ্রাসা উত্তর পার্শ্ব ভবন (পুরুষ)

1849

0

0

1422

252

0

105

12

0

1791

58

1849

100

 

 

 

 

 

234

14 জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়

1653

0

1

1038

418

3

1460

193

1653

100

 

 

 

 

 

 

 

 

237

142 মশরিয়া এমদাদিয়া দাখিল মাদ্রাসা

2972

2

0

3

849

1104

0

1958

1014

2972

100

 

 

 

 

 

 

 

237

156 নওয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়

1304

0

1

0

397

502

14

914

390

1304

100

 

 

 

 

 

 

 

241

21 এড়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়

2423

1173

1

2

520

2

1698

725

2423

100

 

 

 

 

 

 

 

 

242

155 শাহপুর উঃ সরকারী প্রাথমিক বিঃ

1974

343

1374

1

37

6

1761

213

1974

100

 

 

 

 

 

 

 

 

244

10 কাকরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়

3622

0

1

31

152

1

1279

1

1

0

452

1

1

0

1920

1702

3622

100

244

30 নোয়াগাওঁ (পঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়

3312

3

2

142

511

2

774

0

3

0

52

2

4

2

1497

1815

3312

100

244

36 আইরল সরকারী প্রাথমিক বিঃ

1902

0

2

10

209

0

602

2

2

1

178

3

1

2

1012

890

1902

100

244

46 পরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

3627

0

0

2

11

0

3076

0

1

0

35

3

1

1

3130

497

3627

100

244

52 বড্ডাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়

3108

0

1

62

709

0

882

1

4

2

117

12

28

0

1818

1290

3108

100

244

69 শাহজাদাপুর (পঃ) সরকারী প্রাথমিক বিদ্যালয়

2558

13

0

8

1321

0

588

0

0

0

151

0

83

0

2164

394

2558

100

244

79 বিটঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়

2157

0

0

7

115

1

574

2

3

0

480

18

12

1

1213

944

2157

100

244

103 আশুগঞ্জ সারকারখানা কলেজ(কলেজ শাখা) আশুগঞ্জ সারকারখানা স্কুল কলেজ (কলেজ ভবন), চরচারতলা।

2911

0

18

18

34

0

197

0

3

0

1761

1

1

2

2035

876

2911

100

245

135 এক্তারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়

1971

0

0

0

1555

12

2

375

0

0

0

1944

27

1971

100

 

 

 

245

159 পেটুয়াজুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়

1843

1

0

1

1229

0

2

509

0

0

16

1758

85

1843

100

 

 

 

249

124 মুজাফ্ফর আলী হাইস্কুল কলেজ

2078

32

90

305

1209

2

2

1

1

1642

436

2078

100

 

 

 

 

 

255

53 কেশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

2662

47

1773

452

0

0

0

0

0

2272

390

2662

100

 

 

 

 

 

258

36 বাগমারা উচ্চ বিদ্যালয় গ্রাম-সৈয়দপুর (পুরুষ ভোটকেন্দ্র)

3351

0

2

12

2848

0

4

0

2866

485

3351

100

 

 

 

 

 

 

262

35 ৫৭ নং শিলন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

2982

131

1829

0

636

1

6

1

2604

378

2982

100

 

 

 

 

 

 

262

103 পীর বাদশা মিঞা সরকারি প্রাথমিক বিদ্যালয়

3728

123

3011

4

70

9

25

23

3265

463

3728

100

 

 

 

 

 

 

262

105 জাফরাবাদ জামে আরাবিয়া এমদাদিয়া মাদ্রাসা

2505

45

1719

0

141

3

27

24

1959

546

2505

100

 

 

 

 

 

 

265

30 লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়

3254

72

1952

0

0

604

0

0

0

0

2628

626

3254

100

 

 

 

 

266

102 পশ্চিম ছনুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়

1899

1603

15

4

72

3

1697

202

1899

100

 

 

 

 

 

 

 

 

267

25 নয়ানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়

2861

1

0

11

1817

4

31

7

27

13

1

1

1913

948

2861

100

 

 

267

26 পশ্চিম পূর্বচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়

2127

3

1

0

1388

1

0

553

17

0

0

0

1963

164

2127

100

 

 

269

54 মহিদিপুর .জি সরকারী প্রাথমিক বিদ্যালয়

2556

27

0

212

47

0

1698

3

3

1990

566

2556

100

 

 

 

 

 

273

32

3218

7

5

2

2

1

215

2185

28

2445

773

3218

100

 

 

 

 

 

274

17 নিচহরা সমাজ কল্যান উচ্চ বিদ্যালয়

2240

25

11

5

1958

3

30

0

2032

208

2240

100%

 

 

 

 

 

 

282

111 দক্ষিণ পাহাড়তলী অলি আহমদ সরকারী প্রাথমিক বিদ্যালয় (পুরুষ মহিলা ভোট কেন্দ্র)

2864

2115

3

0

262

1

13

3

60

3

5

2465

399

2864

100

 

 

 

282

122 আহসানুল উলুম গাউছিয়া মাদ্রাসা কেন্দ্র -, (পুরুষ কেন্দ্র)

2979

1633

2

0

455

0

0

0

120

0

0

2210

769

2979

100

 

 

 

282

123 আহসানুল উলুম গাউছিয়া মাদ্রাসা কেন্দ্র -, (মহিলা কেন্দ্র)

3043

1435

1

1

315

0

2

4

94

1

3

1856

1187

3043

100

 

 

 

282

124 বালুছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পুরাতন ভবন, কেন্দ্র-, (পুুরুষ ভোট কেন্দ্র)

5062

3567

3

1

510

0

9

1

129

3

0

4223

839

5062

100

 

 

 

285

72 এয়ার আলী হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মহিলা কেন্দ্র

1907

1152

0

1

0

0

0

106

0

2

0

0

1261

646

1907

100

 

 

285

154 জামিয়া আহম্মদিয়া সু্ন্নিয়া আলীয়া মাদ্রাসা পুরুষ কেন্দ্র

3628

1970

0

0

7

0

1

429

2

84

0

5

2498

1130

3628

100

 

 

285

157 মুক বধির বিদ্যালয়, পি এইস টি সেন্টার পুরুষ ভোট কেন্দ্র

2575

1363

0

2

1

0

4

349

1

24

0

3

1747

828

2575

100

 

 

285

160 জহুর আহম্মদ চৌধুরী সিটি কর্পোরেশন প্রাথমিক বিদ্যালয় আরবান হাসপাতাল দক্ষিণ অংশ, বার্মা কলোনী (পুরুষ মহিলা কেন্দ্র)

5323

3715

3

1

0

0

1

477

1

44

0

11

4253

1070

5323

100

 

 

285

162 আমিন জুট মিলস উচ্চ বিদ্যালয় ওয়ার্কার ক্লাব সিবিএ অফিস সহ মহিলা ভোট কেন্দ্র

3145

2291

0

1

0

0

0

74

0

2

0

1

2369

776

3145

100

 

 

285

169 আমিন জুট মিলস্ অফিসার্স ক্লাব পুরুষ কেন্দ্র

3570

2364

1

2

2

0

6

571

3

22

0

11

2982

588

3570

100

 

 

287

2 নতুনকুড়ি আইডিয়াল স্কুল এন্ড কলেজ পুরুষ কেন্দ্র

2328

6

0

2

1433

0

2

1

379

1823