Login to your account

Username *
Password *
Remember Me
Wednesday, 01 May 2024

Friday, 11 August 2023 12:46

নবীগঞ্জে কৃষকদের পাওয়ার টিলার চুরির হিড়িক! থানায় অভিযোগের পর ছইফুল গংরা পলাতক Featured

Written by
মোঃ আলমগীর মিয়া

ভারপ্রাপ্তর সম্পাদক :

www.nabiganjerdak.com

www.tribute71.com

নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের পার্শ্ববর্তী জোয়াল ভাঙ্গা হাওর ও আশপাশ এলাকা থেকে জমি চাষাবাদের কাজে ব্যবহৃত পাওয়ার টিলার মেশিন চুরির হিড়িক পড়েছে৷ গত এক মাসে ওই এলাকা থেকে পাওয়ার টিলার মেশিন সহ প্রায় ১৫টি চুরির ঘটনা ঘটেছে৷ আশংকা জনক হারে বেড়েছে মেশিন ও গরু চুরি। চোর চক্রের দৌরাত্বে প্রায় অসহায় হয়ে পড়েছেন কৃষকগন। এতে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে চোর আতংক বিরাজ করছে৷ এঘটনায় জমি চাষাবাদে মারাত্মক ব্যাঘাত ঘটছে বলে কৃষরা জানিয়েছেন৷ জানাযায়, ওই উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের কৃষক আবজল মিয়া ও কল্যাণ পুর গ্রামের কৃষক আব্দুল কাইয়ূম জানান, গত ৩১ জুলাই সোমবার সন্ধ্যায় তাহারা জমি চাষাবাদ শেষে তাদের পাওয়ার টিলার মেশিন দু'টি জমিতেই প্রতিদিনের ন্যায় রেখে যান, পরদিন সকালে এসে দেখেন তাদের মেশিন দু'টি চুরি হয়ে গেছে৷ অনেক খোঁজাখুজির একপর্যায়ে গোপন সূত্রে তারা খবর পান কুর্শি গ্রামের আমীর উল্লার পুত্র ছইফুল মিয়ার নেতৃত্বে একই গ্রামের শফিক মিয়ার পুত্র জুয়েল মিয়া গংরা মিলে এই পাওয়ার টিলার মেশিন দু'টি নবীগঞ্জ শহরের সালামত পুর আবাসিক এলাকায় ভাঙ্গারী ব্যবসায়ী সাহেব আলী নামের ব্যক্তির নিকট বিক্রি করে দিয়েছে৷ এ খবর পেয়ে তাৎক্ষণিক সময়ে পাওয়ার টিলার মেশিনের মালিকগণ ও কুর্শি এলাকার শ্রমিক নেতা জয়নাল মিয়া সহ আরো অনেকেই ভাঙ্গারী ব্যবসায়ী সাহেব আলীর নিকট চলে যান বিষয়টি সম্পর্কে জানতে,তবে তাদের উপস্থিতি আচ করতে পেরে সুচতুর সাহেব আলী চম্পট দেয়, তবে তার জনৈকা স্ত্রী বিষয়টি স্বীকার করে এ বিষয়ে তার স্বামীর কোনো দোষ নেই বলে চোরদের সাথে তার স্বামী ও তার মোবাইল ফোনালাপের রেকর্ড শুনান৷ এসময় রেকর্ডটি সংরক্ষণ করা হয়৷ অপরদিকে পাওয়ার টিলার মেশিন চোরেরা এখবর জানতে পেরে বিগত ১২ দিন ধরে আত্মগোপনে চলে যায়৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক জানান, ছইফুল গংরা একটা বিরাট চক্র, কৃষকদের পুকুরের মাছ চুরি সহ এহেন কোন অপকর্ম নেই যে তারা করেনা। কিছুদিন পর পরই কুর্শী হ্যাচারি কমপ্লেক্সের পুকুর থেকেও মাছ চুরি হয়ে থাকে। ধারনা করা হয় এই চক্রই চুরি করে থাকে। প্রাণের ভয়ে কেও তাদের অপকর্মের প্রতিবাদ করতে সাহস পায় না। ইতিপূর্বে এই চক্র অনেকগুলো চুরির ঘটনা সংগঠিত করেছে। কেহ যদি মূখ খুলে তাদেরকে তারা বিভিন্ন ভাবে হুমকি দিয়ে থাকে। তাই প্রাণ ভয়ে কেও কথা বলার সাহস পায় না। কৃষক আব্দুল কাইয়ূম বলেন, আমাদের হাওর থেকে বিগত ১ মাসে এভাবে আরো প্রায় ১০/ ১৫টি পাওয়ার টিলার মেশিন চুরি হয়েছে৷ এর নেপথ্যে রয়েছে এই চোর চক্র ও ভাঙ্গারি ব্যবসার আড়ালে এসব চোরদের আশ্রয় পশ্রয় দিচ্ছে সাহেব আলীর মতো আরো অনেক অসাধু ভাঙ্গারী ব্যবসায়ীরা। স্থানীয়দের যে কোন বাড়ি থেকে জিনিস পত্র চুরি হওয়া জিনিস পত্র কিনে সেগুলো দিয়ে অবৈধ ভাঙ্গারী ব্যবসা করায় এলাকার চুরের উপর্দপও বাড়ছে বলে জানান স্থানীয়রা। এসব ভাঙ্গারী ব্যবসায়ী ও চোরদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক অভিযান চালানোর দাবী জানান এলাকাবাসী। এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার স্বপন সরকার বলেন, অভিযোগ পেয়েছেন এবং চোরাই মালামাল উদ্ধার সহ চোরদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে৷

Read 614 times Last modified on Friday, 11 August 2023 16:25
Rate this item
(0 votes)
  1. Popular
  2. Trending
  3. Comments

Calender

« May 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31