Login to your account

Username *
Password *
Remember Me
Saturday, 27 April 2024

Tuesday, 12 March 2024

চট্টগ্রাম নগরের বাহির সিগন্যাল এলাকায় একটি ভবনের অগ্নিকাণ্ডের ঘটনায় ১১জন দগ্ধ হয়েছেন। এরমধ্যে হবিগঞ্জ ও নবীগঞ্জের একই পরিবারের ৫ জন আহত হয়। গত বৃহস্পতিবার (৭ মার্চ) দিবাগত রাত ১ টার দিকে বাহির সিগন্যাল টেকবাজার সড়ক ওসমান গনি ভবনের তৃতীয় তলায় এলপি সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ থেকে এ দুর্ঘটনা ঘটে।গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করে চান্দগাঁও থানা-পুলিশ। সোমবার রাতে আহতদের মধ্যে নবীগঞ্জের রামপুর গ্রামের রিমন মিয়া (১৮) ও তার ভাগ্না হবিগঞ্জের উমেদনগর গ্রামের সামছুদ্দীনের ছেলে হোসাইন মিয়া (৬) ঢাকা মেডিকেলে মৃত্যুর খোলে ঢলে পড়ে। এ খবর এলাকায় পৌছলে স্বজনদের মাঝে চলছে শোকের মাতম। এ ঘটনায় নিহত শিশু হোসাইনের মা বাবাও আহত অবস্থায় মেডিকেলে ভর্তি রয়েছেন। স্থানীয়রা জানান, রাত আনুমানিক একটার দিকে হঠাৎ বিস্ফোরণের বিকট শব্দ হয়। পরে আগুন দেখে প্রতিবেশীরা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ জানায়, ভবনের তৃতীয়তলায় চারটি ফ্ল্যাটে তিনটি পরিবার ছিল। এ ঘটনায় আহত ১১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে আটজনের নাম জানা গেছে। এরা হলেন নাজির মিয়া (৪০), হবিগঞ্জের মো. শামসুদ্দিন (৩৫), নবীগঞ্জের রিমন (১৮), তার বোন শাম্মি (১৯) ও ভাগ্নে হোসাইন (৬), দিপালী (৩০) এবং তিন শিশু মো. রাসেল (১২), মো. মুনসাত (১২)। তাদের অবস্থার অবনতি ঘটলে রিমন, হোসাইন, তার বাবা- মাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয় রবিবার বিকালে। সেখানে চিকিৎসারত অবস্থায় রিমন ও হোসাইন মৃত্যু বরণ করে।

Published in News

ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত বিশ্ব কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হবিগঞ্জের কিশোর হাফেজ বশির আহমেদকে সংবর্ধনা দিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, এমপি। ব্যারিস্টার সুমনের বাবা-মায়ের নামে এরশাদ-আম্বিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। রবিবার (১০ মার্চ) বিকেল ৩টায় চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন মাওলানা জহুর আলী। প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, কুয়াকাটা।

Published in Local News

রোজায় প্রাথমিক বিদ্যালয় ১০ দিন এবং সরকারি/বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ১৫ দিন খোলা থাকবে না বন্ধ থাকবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আপিল বিভাগে। সরকারের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টায় আবেদনটি শুনানির জন্য রাখা হয়েছে। আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালত সোমবার এ আদেশ দেন।আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি সাইফুল আলম। অপর পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফায়েজ।হাইকোর্টের স্থগিতাদেশে চেম্বার আদালত হস্তক্ষেপ না করায় মঙ্গলবার রোজার প্রথম দিন প্রাথমিক, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে বলে জানিয়েছেন আইনজীবী এ কে এম ফায়েজ।রোজার প্রথম ১০ দিন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত জানিয়ে গত ৮ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একই দিন শিক্ষা মন্ত্রণালয়ও বিজ্ঞপ্তি দেয়। এতে ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত জানানো হয়।যানজট, শিশুদের মধ্যে রোজা রাখার চর্চা গড়ে তোলা, রোজা রেখে ক্লাস করা কষ্টের ইত্যাদি যুক্তিতে প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন শফিউর রহমান চৌধুরী নামের এক ব্যক্তি।শুনানির পর হাইকোর্ট সরকারের সিদ্ধান্ত দুই মাস স্থগিত করে দেন। সঙ্গে দুটি বিজ্ঞপ্তির বৈধতা প্রশ্নে রুল জারি করেন। হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ।শুনানিতে স্কুল খোলা রাখা সংক্রান্ত দুটি বিজ্ঞপ্তি তুলে ধরে অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন বলেন, এটা সরকারের নীতিগত সিদ্ধান্ত। হাইকোর্ট এতে হস্তক্ষেপ করতে পারে না।জবাবে রিট আবেদনের পক্ষের আইনজীবী এ কে এম ফায়েজ বলেন, স্কুল খোলা রাখার সিদ্ধান্ত জানানোর পর সারা দেশে মানববন্ধনসহ প্রতিবাদ হচ্ছে। ৮-১০ দিন স্কুল খোলা রেখে কী এমন আসে-যাবে? তখন আদালত দুই পক্ষকে থামিয়ে আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে বলেন, কাল (মঙ্গলবার) সাড়ে ১১টায় শুনানি।

Published in News
  1. Popular
  2. Trending
  3. Comments

Calender

« March 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31