Login to your account

Username *
Password *
Remember Me
Saturday, 27 April 2024

Sunday, 17 March 2024

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৭জন আহত হয়েছেন। রবিবার (১৭ মার্চ) বিকালে নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের মাধবপুর নামক স্থানে দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় - কাজিরবাজার থেকে হবিগঞ্জ গামী সিএনজিটি মাধবপুর নামক স্থান এলাকায় পৌঁছমাত্রই ইনাতগঞ্জ দিক থেকে আসা একটি পিকআপ ঢাকা-মেট্র ন-১২-৫৫৫৯ নাম্বারহীন সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ৭ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ৪জনকে আংশনকা জনক অবস্থায় সিলেট এজিএম উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতা হলেন,নবীগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে আব্দুল মতিন, (৪২)জগন্নাথপুর উপজেলা হরিনাকান্দি গ্রামের দিপংকর দাশ (৪০) পিতা ডা: নলিনি,পলি রানী দাশ (৩০) স্বামী দিপংকর, অন্না রানী দাশ পিতা দিপংকর দাশ, ৪। রাজু দাশ (০৯) পিতা দিপংকর দাশ, সজলা রানী দাশ (৫৫) স্বামী চিত্ত রঞ্জন দাশ, শফির উদ্দিন (৪০) পিতা মৃত আ: সোবহান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে নবীগঞ্জ থানার একটি পুলিশের দল ঘটনা স্তলে পৌছে আহতদের উদ্ধার করে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ও সিএনজিটি উদ্ধার করে নবীগঞ্জ থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Published in Local News

নবীগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৬ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে গ্রেফতারকৃত ৬ জুয়াড়িকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- বাউসা ইউনিয়নের কামিরাই গ্রামের মোজাফফর আলীর ছেলে আরশ আলী (৩০), ধুলচাতল গ্রামের মৃত মোশাহিদ মিয়ার ছেলে কুরুশ মিয়া (৪০), মৃত নুরুল ইসলামের ছেলে সুজন মিয়া (৩০), চানপুর গ্রামের মৃত এলাইচ মিয়ার ছেলে আলী হোসেন (৪০), কামিরাই গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে ইউনুছ মিয়া (৪০)। পুলিশ জানায়- শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলমসহ একদল পুলিশ বাউসা ইউনিয়নের ভরপুর গ্রামের মাসুক মিয়ার দোকানে অভিযান চালায়। এ সময় জুয়া খেলা অবস্থায় ৬ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়। অভিযানকালে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়। পরে জুয়া আইনে মামলা দায়েরের পর ৬ জনকে কারাগারে প্রেরণ করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

Published in Local News
  1. Popular
  2. Trending
  3. Comments

Calender

« March 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31